ফ্রিতে Netflix দেখবেন? জিওর এই দুটি প্ল্যানে পাবেন বিনামূল্যে সাবস্ক্রিপশন, সঙ্গে আনলিমিটেড ডেটা

Last Updated:
Jio এনেছে দুটি নতুন প্রিপেইড প্ল্যান যেখানে বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। ১২৯৯ ও ১৭৯৯ টাকার এই প্ল্যানগুলোতে আছে আনলিমিটেড কল ও ডেটা।
1/5
অনেকে গ্রাহকই রয়েছেন, যাঁরা Netflix সাবস্ক্রাইব করেন না। বরং অন্য কোথাও থেকে নিজেদের প্রিয় শো ডাউনলোড করে নেন। কিন্তু এটা জেনে হয়তো গ্রাহকরা আনন্দিত হবেন যে, Jio প্ল্যানের সঙ্গে এখন মিলছে Netflix সাবস্ক্রিপশন। আসলে আলাদা সাবস্ক্রিপশন না নিয়েই যদি গ্রাহকরা নিজেদের প্রিয় Netflix শো এবং মুভি উপভোগ করতে চান, তাহলে তাঁদের কথা ভেবেই একটা দারুণ প্ল্যান এনেছে Reliance Jio। সংস্থার তরফে দুটি প্রিপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কোনও আলাদা বিলিং অথবা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না।
অনেকে গ্রাহকই রয়েছেন, যাঁরা Netflix সাবস্ক্রাইব করেন না। বরং অন্য কোথাও থেকে নিজেদের প্রিয় শো ডাউনলোড করে নেন। কিন্তু এটা জেনে হয়তো গ্রাহকরা আনন্দিত হবেন যে, Jio প্ল্যানের সঙ্গে এখন মিলছে Netflix সাবস্ক্রিপশন। আসলে আলাদা সাবস্ক্রিপশন না নিয়েই যদি গ্রাহকরা নিজেদের প্রিয় Netflix শো এবং মুভি উপভোগ করতে চান, তাহলে তাঁদের কথা ভেবেই একটা দারুণ প্ল্যান এনেছে Reliance Jio। সংস্থার তরফে দুটি প্রিপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কোনও আলাদা বিলিং অথবা আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না।
advertisement
2/5
সাধারণত Netflix-এর মাসিক সাবস্ক্রিপশন শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। আর তা বেড়ে যেতে পারে ১০০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে Jio-র প্ল্যান বেছে নিলে গ্রাহকরা একটাই মাত্র পেমেন্ট বা সিঙ্গেল পেমেন্ট করে মোবাইল প্ল্যান এবং Netflix পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি JioTV (লাইভ টিভি চ্যানেল ও শো) এবং JioCloud (অনলাইন স্টোরেজ) ফেসিলিটিও পাওয়া যাচ্ছে। যা এই অফারকে আরও উপযোগী করে তুলছে।
সাধারণত Netflix-এর মাসিক সাবস্ক্রিপশন শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। আর তা বেড়ে যেতে পারে ১০০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে Jio-র প্ল্যান বেছে নিলে গ্রাহকরা একটাই মাত্র পেমেন্ট বা সিঙ্গেল পেমেন্ট করে মোবাইল প্ল্যান এবং Netflix পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি JioTV (লাইভ টিভি চ্যানেল ও শো) এবং JioCloud (অনলাইন স্টোরেজ) ফেসিলিটিও পাওয়া যাচ্ছে। যা এই অফারকে আরও উপযোগী করে তুলছে।
advertisement
3/5
Jio-র ১২৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি দৈনিক ২ জিবি ডেটা প্রদান করে। যার ভ্যালিডিটি ৮৪ দিন। যার অর্থ হল - এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবে মোট ১৬৮ জিবি ডেটা। কল/SMS: আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS। অন্যান্য সুবিধা: বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন, JioTV এবং JioCloud অ্যাক্সেস। যাঁরা দৈনিক মিডিয়াম ডেটা বা মাঝারি ডেটা চান এবং Netflix দেখেন, তাঁদের জন্য প্ল্যানটি খুবই ভাল।
Jio-র ১২৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটি দৈনিক ২ জিবি ডেটা প্রদান করে। যার ভ্যালিডিটি ৮৪ দিন। যার অর্থ হল - এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবে মোট ১৬৮ জিবি ডেটা।
কল/SMS: আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS।
অন্যান্য সুবিধা: বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন, JioTV এবং JioCloud অ্যাক্সেস।
যাঁরা দৈনিক মিডিয়াম ডেটা বা মাঝারি ডেটা চান এবং Netflix দেখেন, তাঁদের জন্য প্ল্যানটি খুবই ভাল।
advertisement
4/5
Jio-র ১৭৯৯ টাকার প্ল্যান:এই প্ল্যানটি দৈনিক ৩ জিবি ডেটা প্রদান করে। এটির ভ্যালিডিটি ৮৪ দিন। যার অর্থ হল - এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৫২ জিবি ডেটা। কল/SMS: আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS। অন্যান্য সুবিধা: Netflix Basic প্ল্যান, JioTV এবং JioCloud অ্যাক্সেস। যাঁরা বেশি পরিমাণ ডেটা চান এবং এর পাশাপাশি Netflix দেখেন আর গেমিং, ভিডিও কলিং করেন অথবা বড় বড় ফাইল ডাউনলোড করেন, তাঁদের জন্য আদর্শ এই প্ল্যানটি
Jio-র ১৭৯৯ টাকার প্ল্যান:এই প্ল্যানটি দৈনিক ৩ জিবি ডেটা প্রদান করে। এটির ভ্যালিডিটি ৮৪ দিন। যার অর্থ হল - এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৫২ জিবি ডেটা।
কল/SMS: আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS।
অন্যান্য সুবিধা: Netflix Basic প্ল্যান, JioTV এবং JioCloud অ্যাক্সেস।
যাঁরা বেশি পরিমাণ ডেটা চান এবং এর পাশাপাশি Netflix দেখেন আর গেমিং, ভিডিও কলিং করেন অথবা বড় বড় ফাইল ডাউনলোড করেন, তাঁদের জন্য আদর্শ এই প্ল্যানটি
advertisement
5/5
কোথা থেকে রিচার্জ করা যাবে? এই সুবিধাগুলি পাওয়ার জন্য MyJio অ্যাপ, Jio ওয়েবসাইট অথবা যে কোনও পেমেন্ট অ্যাপ থেকে ১২৯৯ টাকা অথবা ১৭৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। রিচার্জ অ্যাক্টিভেট হলেই নিজের Netflix অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবেন গ্রাহক। অথবা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে স্ট্রিমিং শুরু করতে পারবেন।
কোথা থেকে রিচার্জ করা যাবে? এই সুবিধাগুলি পাওয়ার জন্য MyJio অ্যাপ, Jio ওয়েবসাইট অথবা যে কোনও পেমেন্ট অ্যাপ থেকে ১২৯৯ টাকা অথবা ১৭৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। রিচার্জ অ্যাক্টিভেট হলেই নিজের Netflix অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবেন গ্রাহক। অথবা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে স্ট্রিমিং শুরু করতে পারবেন।
advertisement
advertisement
advertisement