মধ্যবিত্তের পকেটে আবার বাড়তি চাপ! মোবাইল রিচার্জ-এর দাম বাড়াল Jio

Last Updated:
Jio postpaid: ফের পকেটে চাপ। মোবাইল রিচার্জের খরচ বাড়াল Jio. জেনে নিন।
1/6
মধ্যবিত্তের পকেটে আবার চাপ। রিচার্জ-এর খরচ বাড়ল আবার। জিও-র মোবাইল রিচার্জের খরচ বাড়ল।
মধ্যবিত্তের পকেটে আবার চাপ। রিচার্জ-এর খরচ বাড়ল আবার। জিও-র মোবাইল রিচার্জের খরচ বাড়ল।
advertisement
2/6
প্রিপেইড গ্রাহকদের রিচার্জ-এর খরচ অনেক আগেই বেড়েছে। এবার খরচ বাড়ল পোস্ট পেইড গ্রাহকদের।
প্রিপেইড গ্রাহকদের রিচার্জ-এর খরচ অনেক আগেই বেড়েছে। এবার খরচ বাড়ল পোস্ট পেইড গ্রাহকদের।
advertisement
3/6
জিও পোস্টপেইড গ্রাহকদের এবার এন্ট্রি লেভেল প্ল্যানের জন্য ১৯৯-এর বদলে ২৯৯ টাকা খরচ করতে হবে।
জিও পোস্টপেইড গ্রাহকদের এবার এন্ট্রি লেভেল প্ল্যানের জন্য ১৯৯-এর বদলে ২৯৯ টাকা খরচ করতে হবে।
advertisement
4/6
জিও-র  সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান ছিল এটি। এবার সেটার জন্যই গ্রাহকদের ১০০ টাকা বেশি খরচ করতে হবে।
জিও-র সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান ছিল এটি। এবার সেটার জন্যই গ্রাহকদের ১০০ টাকা বেশি খরচ করতে হবে।
advertisement
5/6
গত সপ্তাহে নতুন পোস্টপেইড প্ল্যান 'জিও প্লাস' লঞ্চ হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগের থেকে এই প্ল্যানে সুবিধা এখন বেশি পাওয়া যাবে।
গত সপ্তাহে নতুন পোস্টপেইড প্ল্যান 'জিও প্লাস' লঞ্চ হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগের থেকে এই প্ল্যানে সুবিধা এখন বেশি পাওয়া যাবে।
advertisement
6/6
২৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যানে ৩০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। লোকাল, এসটিডি ও রোমিং, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস-এর সুবিধা। জিও ওয়েলকাম অফারের সুবিধা পাবেন নতুন গ্রাহকরা। তাতে তাঁরা পাবেন আনলিমিটেড 5G ডেটা।
২৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যানে ৩০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। লোকাল, এসটিডি ও রোমিং, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস-এর সুবিধা। জিও ওয়েলকাম অফারের সুবিধা পাবেন নতুন গ্রাহকরা। তাতে তাঁরা পাবেন আনলিমিটেড 5G ডেটা।
advertisement
advertisement
advertisement