Jio Unlimited Offer: Jio-র ধামাকা অফার! বাড়ল আনলিমিটেড অফারের মেয়াদ, ৩০ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে Jio Hotstar-এর সুবিধা, দেখে নিন লিস্ট
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Jio Unlimited Offer: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অফারের ভ্যালিডিটি ব্যবহারকারীদের মধ্যে বিশেষ করে আইপিএল-প্রেমীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।
Jio ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! নিজেদের আনলিমিটেড অফারের ভ্যালিডিটি বাড়িয়েছে সংস্থা। টেলিকম টক-এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, সংস্থার তরফে ওই আনলিমিটেড অফার বাড়ানো হয়েছে আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। এর আগে এই অফার শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ। কিন্তু সংস্থা পরে অবশ্য এর ভ্যালিডিটি ১৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। নিজেদের ওয়েবসাইটেই এই আপডেট লাইভ করেছিল Jio।
advertisement
আর আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অফারের ভ্যালিডিটি ব্যবহারকারীদের মধ্যে বিশেষ করে আইপিএল-প্রেমীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। এই আনলিমিটেড অফারে ২৯৯ টাকা অথবা তার বেশি টাকার প্ল্যানে সংশ্লিষ্ট সংস্থা Jio Hotstar-এর ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। সেই সঙ্গে দৈনিক ১.৫ জিবি ডেটাও প্রদান করা হচ্ছে। Jio Hotstar সাবস্ক্রিপশনের কিছু সাশ্রয়ী প্ল্যান:
advertisement
২৯৯ টাকার প্ল্যান: কোম্পানির এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যান নিলে ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন। দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং-ও এই প্ল্যানের অন্যতম সুবিধা। Jio Hotstar-এর ফ্রি অ্যাক্সেস দেবে এই প্ল্যান। সেই সঙ্গে ব্যবহারকারীরা এই প্ল্যানের আওতায় ৫০ জিবি Jio AI ক্লাউড স্টোরেজও পেয়ে যাবেন।
advertisement
৩১৯ টাকার প্ল্যান: Jio-র এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ১ মাস। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য দৈনিক ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। শুধু তা-ই নয়, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস তো মিলবেই, সঙ্গে পাওয়া যাবে দেশ জুড়ে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধাও। সংস্থার এই প্ল্যানেও Jio Hotstar-এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে। এক্ষেত্রেও ৫০ জিবি Jio AI ক্লাউড স্টোরেজ ফ্রি পাবেন ব্যবহারকারী।
advertisement
৩২৯ টাকার প্ল্যান: Jio-র এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেতে পারেন তাঁরা। এই প্ল্যানে Jio Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। সেই সঙ্গে ৫০ জিবি Jio AI ক্লাউড স্টোরেজর সুবিধাও পাওয়া যাবে
advertisement
৩৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারকারীরা ২ জিবি দৈনিক ডেটা পেয়ে যাবেন। শুধু তা-ই নয়, যোগ্য ব্যবহারকারীরা ৫জি আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। এর পাশাপাশি আনলিমিটেড কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস পেয়ে যাবেন গ্রাহকরা। সেই সঙ্গে এই প্ল্যানে Jio Hotstar-এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।