Jio Cheap Recharge Plan: পুরনো সস্তার প্ল্যান ফিরিয়ে আনল Jio, ২০০ টাকার কমেই মিলবে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল

Last Updated:
Jio Cheap Recharge Plan: Jio-র সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মাসিক রিচার্জ প্ল্যানটি ফিরে এসেছে। আর এই প্ল্যানে রয়েছে ইন্টারনেট পরিষেবার সুবিধাও।
1/7
১৮৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান বেশ সস্তা তো বটেই! তবে শুরু থেকেই Jio ইউজারদের কম খরচে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দিয়ে আসছে, এ কথা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না। মূলত Jio-র নেটওয়ার্ক এবং সাশ্রয়ী মূল্যের পরিষেবার জন্যই দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে, আর কিছু না হোক, দূরে কোথাও বেড়াতে গেলেই আমরা তা উপলব্ধি করতে পারি।
১৮৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান বেশ সস্তা তো বটেই! তবে শুরু থেকেই Jio ইউজারদের কম খরচে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দিয়ে আসছে, এ কথা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না। মূলত Jio-র নেটওয়ার্ক এবং সাশ্রয়ী মূল্যের পরিষেবার জন্যই দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে, আর কিছু না হোক, দূরে কোথাও বেড়াতে গেলেই আমরা তা উপলব্ধি করতে পারি।
advertisement
2/7
আর এবার Jio-র সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মাসিক রিচার্জ প্ল্যানটি ফিরে এসেছে। বলে রাখা উচিত হবে যে এই মাসিক চিচার্জ প্ল্যান শুধুমাত্র MyJio অ্যাপেই পাওয়া যাবে। আগেই বলা হয়েছে যে এই প্ল্যানটির দাম ১৮৯ টাকা। এতে ২৮ দিনের ভ্যালিডিটি, ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস যেমন পাওয়া যাবে, তেমনই মিলবে JioTV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও।
আর এবার Jio-র সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মাসিক রিচার্জ প্ল্যানটি ফিরে এসেছে। বলে রাখা উচিত হবে যে এই মাসিক চিচার্জ প্ল্যান শুধুমাত্র MyJio অ্যাপেই পাওয়া যাবে। আগেই বলা হয়েছে যে এই প্ল্যানটির দাম ১৮৯ টাকা। এতে ২৮ দিনের ভ্যালিডিটি, ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস যেমন পাওয়া যাবে, তেমনই মিলবে JioTV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও।
advertisement
3/7
তবে না বললেই নয় যে এটি সম্পূর্ণ নতুন কোনও প্ল্যান নয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে TRAI-এর নির্দেশে কল ওনলি প্ল্যান চালু হওয়ার পর থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার তা ফিরিয়ে আনা হল।
তবে না বললেই নয় যে এটি সম্পূর্ণ নতুন কোনও প্ল্যান নয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে TRAI-এর নির্দেশে কল ওনলি প্ল্যান চালু হওয়ার পর থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার তা ফিরিয়ে আনা হল।
advertisement
4/7
MyJio অ্যাপের Affordable Packs সেকশন থেকে ইউজাররা এই প্ল্যানটি অ্যাক্সেস করতে পারবেন। এটি বিশেষ করে তাঁদের জন্য ডিজাইন করা হয়েছে যাঁরা ন্যূনতম ডেটা সুবিধা সহ সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান চান। এই প্ল্যানটি Jio-এর ১৭৪৮ টাকা এবং ৪৪৮ টাকার ভয়েস ওনলি প্ল্যান থেকে আলাদা, কেন না, এগুলিতে কোনও ডেটা সুবিধা পাওয়া যায় না।
MyJio অ্যাপের Affordable Packs সেকশন থেকে ইউজাররা এই প্ল্যানটি অ্যাক্সেস করতে পারবেন। এটি বিশেষ করে তাঁদের জন্য ডিজাইন করা হয়েছে যাঁরা ন্যূনতম ডেটা সুবিধা সহ সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান চান। এই প্ল্যানটি Jio-এর ১৭৪৮ টাকা এবং ৪৪৮ টাকার ভয়েস ওনলি প্ল্যান থেকে আলাদা, কেন না, এগুলিতে কোনও ডেটা সুবিধা পাওয়া যায় না।
advertisement
5/7
অনেকে বলতেই পারেন যে Jio-র ১৭৪৮ টাকার রিচার্জ প্ল্যানের কার্যকর খরচ প্রতি মাসে ১৮৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানের তুলনায় কম। তবে ওই, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ১৮৯ টাকার এই প্ল্যানকে অনন্য করে তুলেছে।
অনেকে বলতেই পারেন যে Jio-র ১৭৪৮ টাকার রিচার্জ প্ল্যানের কার্যকর খরচ প্রতি মাসে ১৮৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানের তুলনায় কম। তবে ওই, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ১৮৯ টাকার এই প্ল্যানকে অনন্য করে তুলেছে।
advertisement
6/7
এমনকি যদি কোনও ইউজার দ্রুত ২ জিবি ডেটা শেষও করে ফেলেন, তাতেও অসুবিধা নেই। কেন না, এই প্ল্যানটি ইউজারকে প্রয়োজন অনুসারে অতিরিক্ত ডেটা প্যাক যোগ করার সুযোগ দেয়। এটি একটি খুবই কাজের ফিচার, বিশেষ করে যাঁদের অতিরিক্ত মোবাইল ডেটার প্রয়োজন হতে পারে তাঁদের জন্য।
এমনকি যদি কোনও ইউজার দ্রুত ২ জিবি ডেটা শেষও করে ফেলেন, তাতেও অসুবিধা নেই। কেন না, এই প্ল্যানটি ইউজারকে প্রয়োজন অনুসারে অতিরিক্ত ডেটা প্যাক যোগ করার সুযোগ দেয়। এটি একটি খুবই কাজের ফিচার, বিশেষ করে যাঁদের অতিরিক্ত মোবাইল ডেটার প্রয়োজন হতে পারে তাঁদের জন্য।
advertisement
7/7
এই প্ল্যানটি তাঁদের জন্যও আদর্শ যারা জিও সিম কার্ডকে সেকেন্ডারি ফোন নম্বর হিসেবে ব্যবহার করেন, যাঁদের হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন আছে এবং মোবাইল রিচার্জে খুব বেশি খরচ করতে চান না।
এই প্ল্যানটি তাঁদের জন্যও আদর্শ যারা জিও সিম কার্ডকে সেকেন্ডারি ফোন নম্বর হিসেবে ব্যবহার করেন, যাঁদের হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন আছে এবং মোবাইল রিচার্জে খুব বেশি খরচ করতে চান না।
advertisement
advertisement
advertisement