iPhone charger: সাধারণ ফোনের type C চার্জারেই কি চার্জ হবে নতুন iPhone?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যাইহোক, যখন কেউ একটি USB C-সহ iPhone 15-এ একটি লাইটনিং কানেক্টর-সহ একটি iPhone প্লাগ করবেন, তখন চার্জের গতিশীলতা স্বভবতই জটিল হয়ে যাবে।
ইউরোপিয়ান ইউনিয়নের নীতি মেনে নতুন iPhone 15 সিরিজে USB C চার্জিং পোর্ট এনেছে Apple। জানা গিয়েছে, Apple এবার সমস্ত বাজারে USB-C iPhone বিক্রি করতে চলেছে৷ এদিকে আগেই জানা গিয়েছিল যে, USB C পোর্ট ব্যবহার করলেই যে তাতে iPhone-গুলি দ্রুত চার্জ হবে, এমন নয়। তবে এই পরিবর্তনের কিছু কিছু সুবিধা অবশ্যই পাওয়া যাবে।
advertisement
advertisement
কিন্তু অনেকেই জানেন না iPhone 15-এর USB C পোর্ট দিয়ে অন্য একটি iPhone-ও চার্জ করা যেতে পারে। এমন হতেই পারে কারও কাছে একটি পুরনো iPhone রয়েছে যেটি লাইটনিং কানেক্টর দ্বারা চার্জ করা হত। তাতে কোনও সমস্যা নেই। যখনই iPhone 15-এ USB-C পোর্টে চার্জিং কেবলটি সংযুক্ত করা হবে তখন উভয় ডিভাইসই চার্জ হয়ে যাবে।
advertisement
advertisement
শুধু তাই নয়, iPhone-এ USB C ব্যবহারের আরও একটি সুবিধা রয়েছে। যখনই একটি USB C পোর্ট-সহ অন্য একটি iPhone ব্যবহার করে একটি iPhone 15 চার্জ করা হবে, তখন এটি স্বয়ংক্রিয় ভাবে সিদ্ধান্ত নেবে কোন iPhone-এর চার্জিং প্রয়োজন। কোন ডিভাইসে কম ব্যাটারি রয়েছে, তার জ্বালানি শেষ হয়ে যাচ্ছে কিনা, তাও নির্ধারিত হবে।
advertisement
advertisement