Samsung Galaxy Flip 5 : আসছে Samsung Galaxy Flip 5! ৫ কারণেই আকর্ষণ করবে এই স্মার্টফোন, জানুন বিস্তারিত
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Samsung Galaxy Flip 5: এখানে আমরা এমন ৫টি কারণ জানাতে চলেছি। যা জানার পরে ব্যবহারকারীদের মধ্যে নিশ্চিত ভাবে Samsung Galaxy Flip 5 ফোন কেনার আগ্রহ বাড়তে পারে।
আগামী ২৬ জুলাই নতুন Galaxy Fold ফোনের পাশাপাশি নতুন Samsung Galaxy Flip 5 ফোনও লঞ্চ করতে চলেছে জনপ্রিয় কোম্পানি Samsung। এমন পরিস্থিতিতে কেউ যদি নতুন ফোন কেনার কথা ভাবনা-চিন্তা করেন, তাহলে তাঁদের জন্য একটি দারুন সুযোগ আসতে চলেছে। এখানে আমরা এমন ৫টি কারণ জানাতে চলেছি। যা জানার পরে ব্যবহারকারীদের মধ্যে নিশ্চিত ভাবে Samsung Galaxy Flip 5 ফোন কেনার আগ্রহ বাড়তে পারে।
advertisement
advertisement
লুক অ্যান্ড স্টাইল: আজকাল ফোনের ডিজাইনে তেমন কোনও পরিবর্তন দেখা যায় না। কিন্তু যে সকল গ্রাহক ফোনের ডিজাইনকেই অগ্রাধিকার দিয়ে থাকেন, তাঁদের জন্য সেরা বিকল্প হতে চলেছে Samsung Galaxy Flip 5। এর দুর্দান্ত লুক এবং স্টাইল গ্রাহকদের আকর্ষণ করতে পারে। জানা গিয়েছে যে, Galaxy Z Flip 4 ফোনের থেকে Samsung Galaxy Flip 5 এর ডিজাইন এবং লুক কিছুটা আধুনিক হতে চলেছে।
advertisement
ফটোগ্রাফি: যাঁরা ছবি তুলতে পছন্দ করেন, তাঁরা ফোনের ক্যামেরার উপর জোর দিয়ে থাকেন। যাঁরা ভাল ক্যামেরাযুক্ত ফোন খুঁজছেন, তাঁদের জন্য সেরা বিকল্প হতে চলেছে Samsung Galaxy Flip 5 ফোন। এই ফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী যে, তা রাতে কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে সক্ষম। এর পাশাপাশি আরও আকর্ষণীয় ফিচার রয়েছে ফোনের ক্যামেরায়। Samsung Galaxy Flip 5-এর ক্যামেরার শাটারের গতি কমিয়ে দীর্ঘ এক্সপোজার শট নিতে চাইলে গ্রাহকদের আর ট্রাইপডের প্রয়োজন হবে না। কারণ গ্রাহকরা এই ফ্লিপ ফোনটি অর্ধেক ভাঁজ করেই একটি স্টেবল শট নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement