৫০এমপি ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Infinix NOTE 50x 5G+! কত দাম? জেনে নিন স্পেসিফিকেশন

Last Updated:
ভারতের বাজারে NOTE 50x 5G+ নিয়ে এল Infinix। মিড রেঞ্জের এই স্মার্টফোনে একাধিক এআই চালিত ফিচার রয়েছে। ডিজাইনও চোখ ধাঁধানো। ৩ এপ্রিল থেকে ফ্লিপকার্টে স্মার্টফোনের বিক্রি শুরু হবে।
1/9
ভারতের বাজারে NOTE 50x 5G+ নিয়ে এল Infinix। মিড রেঞ্জের এই স্মার্টফোনে একাধিক এআই চালিত ফিচার রয়েছে। ডিজাইনও চোখ ধাঁধানো। ৩ এপ্রিল থেকে ফ্লিপকার্টে স্মার্টফোনের বিক্রি শুরু হবে। এর দাম ১০,৪৯৯ টাকা (সব অফার সহ)।
ভারতের বাজারে NOTE 50x 5G+ নিয়ে এল Infinix। মিড রেঞ্জের এই স্মার্টফোনে একাধিক এআই চালিত ফিচার রয়েছে। ডিজাইনও চোখ ধাঁধানো। ৩ এপ্রিল থেকে ফ্লিপকার্টে স্মার্টফোনের বিক্রি শুরু হবে। এর দাম ১০,৪৯৯ টাকা (সব অফার সহ)।
advertisement
2/9
হাই স্পিড, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7300 ULTIMATE প্রসেসর। ৪nm আর্কিটেকচারের ওপর নির্মিত, যা বিশ্বে প্রথম। এমনই দাবি করেছে Infinix।
হাই স্পিড, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7300 ULTIMATE প্রসেসর। ৪nm আর্কিটেকচারের ওপর নির্মিত, যা বিশ্বে প্রথম। এমনই দাবি করেছে Infinix।
advertisement
3/9
NOTE 50x 5G+ 90 FPS পর্যন্ত গেম সাপোর্ট করে। শুধু তাই নয়, ইউজারকে আরও ভালও গেমিং অভিজ্ঞতা দিতে Game Mode, Bypass Charging ও MediaTek HyperEngine অপ্টিমাইজেশনও দেওয়া হয়েছে এতে।
NOTE 50x 5G+ 90 FPS পর্যন্ত গেম সাপোর্ট করে। শুধু তাই নয়, ইউজারকে আরও ভালও গেমিং অভিজ্ঞতা দিতে Game Mode, Bypass Charging ও MediaTek HyperEngine অপ্টিমাইজেশনও দেওয়া হয়েছে এতে।
advertisement
4/9
স্মার্টফোনটি Android 15-ভিত্তিক XOS 15 অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে AI-চালিত নানা ফিচার, যেমন On-Screen Awareness, AIGC Portraits, AI Note ও Writing Assistant। ব্যবহারকারীরা Folax AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং Circle to Search-এর মাধ্যমে দ্রুত ভিজ্যুয়াল লুকআপও করতে পারবেন।
স্মার্টফোনটি Android 15-ভিত্তিক XOS 15 অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে AI-চালিত নানা ফিচার, যেমন On-Screen Awareness, AIGC Portraits, AI Note ও Writing Assistant। ব্যবহারকারীরা Folax AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং Circle to Search-এর মাধ্যমে দ্রুত ভিজ্যুয়াল লুকআপও করতে পারবেন।
advertisement
5/9
ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭-ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রোলিং ও ভিডিও দেখার এক অন্য অভিজ্ঞতা পাবেন ইউজাররা। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে DTS সক্ষম ডুয়াল স্পিকার।
ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭-ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রোলিং ও ভিডিও দেখার এক অন্য অভিজ্ঞতা পাবেন ইউজাররা। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে DTS সক্ষম ডুয়াল স্পিকার।
advertisement
6/9
ক্যামেরাও জবরদস্ত। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০MP ডুয়াল রিয়ার ক্যামেরা, যা ১২টিরও বেশি ফটোগ্রাফি মোড সাপোর্ট করে। ৮MP সেলফি ক্যামেরাটি ফ্রন্ট ও স্ক্রিন ফ্ল্যাশসহ ৪K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
ক্যামেরাও জবরদস্ত। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০MP ডুয়াল রিয়ার ক্যামেরা, যা ১২টিরও বেশি ফটোগ্রাফি মোড সাপোর্ট করে। ৮MP সেলফি ক্যামেরাটি ফ্রন্ট ও স্ক্রিন ফ্ল্যাশসহ ৪K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
advertisement
7/9
NOTE 50x 5G+ তিনটি রঙে পাওয়া যাবে— Sea Breeze Green (ভেগান লেদার), Titanium Grey (মেটালিক ফিনিশ) এবং Enchanted Purple (মেটালিক ফিনিশ)। ডিভাইস MIL-STD-810H সার্টিফিকেশন ও IP64 রেটিংযুক্ত, যা ধুলো, জল ও হঠাৎ পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেয়। এতে Active Halo Lighting ফিচার রয়েছে। নোটিফিকেশন, কল ও চার্জিংয়ের সময় আলো জ্বলে ওঠে।
NOTE 50x 5G+ তিনটি রঙে পাওয়া যাবে— Sea Breeze Green (ভেগান লেদার), Titanium Grey (মেটালিক ফিনিশ) এবং Enchanted Purple (মেটালিক ফিনিশ)। ডিভাইস MIL-STD-810H সার্টিফিকেশন ও IP64 রেটিংযুক্ত, যা ধুলো, জল ও হঠাৎ পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেয়। এতে Active Halo Lighting ফিচার রয়েছে। নোটিফিকেশন, কল ও চার্জিংয়ের সময় আলো জ্বলে ওঠে।
advertisement
8/9
ব্যাটারি ও চার্জিং: এতে রয়েছে ৫,৫০০ mAh ব্যাটারি যা ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে দ্রুত চার্জ হয় ও দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়। ১০W রিভার্স চার্জিং থাকায় এটি পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যবহার করা যায়।
ব্যাটারি ও চার্জিং: এতে রয়েছে ৫,৫০০ mAh ব্যাটারি যা ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে দ্রুত চার্জ হয় ও দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়। ১০W রিভার্স চার্জিং থাকায় এটি পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যবহার করা যায়।
advertisement
9/9
NOTE 50x 5G+ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজ (১২GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা। আর 8GB RAM + 128GB স্টোরেজ (১৬GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। ICICI Bank কার্ড বা এক্সচেঞ্জ অফারে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
NOTE 50x 5G+ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজ (১২GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা। আর 8GB RAM + 128GB স্টোরেজ (১৬GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। ICICI Bank কার্ড বা এক্সচেঞ্জ অফারে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement