Induction: ২০০০ টাকারও কমে মিলছে ইন্ডাকশন! এবার কোনও রকম ঝক্কি ছাড়া সহজেই তৈরি হবে সুস্বাদু খানা

Last Updated:
Induction: গ্যাস-ওভেনের পরিবর্তে আজকাল রান্নাঘরে ইন্ডাকশন কুকটপের ব্যবহার বাড়ছে। কারণ এটি কমপ্যাক্ট এবং পোর্টেবল। অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ রয়েছে, এমন জায়গায় সহজেই এই ইন্ডাকশন ব্যবহার করা যায়।
1/7
গ্যাস-ওভেনের পরিবর্তে আজকাল রান্নাঘরে ইন্ডাকশন কুকটপের ব্যবহার বাড়ছে। কারণ এটি কমপ্যাক্ট এবং পোর্টেবল। অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ রয়েছে, এমন জায়গায় সহজেই এই ইন্ডাকশন ব্যবহার করা যায়। আর ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। এর পাশাপাশি ইন্ডাকশনে সব ধরনের রান্না করা সম্ভব।
গ্যাস-ওভেনের পরিবর্তে আজকাল রান্নাঘরে ইন্ডাকশন কুকটপের ব্যবহার বাড়ছে। কারণ এটি কমপ্যাক্ট এবং পোর্টেবল। অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ রয়েছে, এমন জায়গায় সহজেই এই ইন্ডাকশন ব্যবহার করা যায়। আর ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। এর পাশাপাশি ইন্ডাকশনে সব ধরনের রান্না করা সম্ভব।
advertisement
2/7
তবে অনেকে আজকাল সাজানো-গোছানো রান্নাঘরে গ্যাস-সিলিন্ডারের পাশাপাশি ইন্ডাকশনও রাখছেন। সবথেকে বড় কথা হল, বাজারে কিংবা অনলাইন স্টোরে এই ইন্ডাকশন বেশ সহজলভ্য। আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই আজ আমরা জনপ্রিয় সব ব্র্যান্ডের ৫টি ইন্ডাকশনের বিষয়ে কথা বলব, যেগুলির দাম ২০০০ টাকারতবে অনেকে আজকাল সাজানো-গোছানো রান্নাঘরে গ্যাস-সিলিন্ডারের পাশাপাশি ইন্ডাকশনও রাখছেন। সবথেকে বড় কথা হল, বাজারে কিংবা অনলাইন স্টোরে এই ইন্ডাকশন বেশ সহজলভ্য। আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই আজ আমরা জনপ্রিয় সব ব্র্যান্ডের ৫টি ইন্ডাকশনের বিষয়ে কথা বলব, যেগুলির দাম ২০০০ টাকার থেকেও কম। থেকেও কম।
তবে অনেকে আজকাল সাজানো-গোছানো রান্নাঘরে গ্যাস-সিলিন্ডারের পাশাপাশি ইন্ডাকশনও রাখছেন। সবথেকে বড় কথা হল, বাজারে কিংবা অনলাইন স্টোরে এই ইন্ডাকশন বেশ সহজলভ্য। আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই আজ আমরা জনপ্রিয় সব ব্র্যান্ডের ৫টি ইন্ডাকশনের বিষয়ে কথা বলব, যেগুলির দাম ২০০০ টাকারতবে অনেকে আজকাল সাজানো-গোছানো রান্নাঘরে গ্যাস-সিলিন্ডারের পাশাপাশি ইন্ডাকশনও রাখছেন। সবথেকে বড় কথা হল, বাজারে কিংবা অনলাইন স্টোরে এই ইন্ডাকশন বেশ সহজলভ্য। আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই আজ আমরা জনপ্রিয় সব ব্র্যান্ডের ৫টি ইন্ডাকশনের বিষয়ে কথা বলব, যেগুলির দাম ২০০০ টাকার থেকেও কম। থেকেও কম।
advertisement
3/7
Amazon Basics 1900 Watt Induction Cooktop: গ্রাহকরা Amazon থেকে এই ইন্ডাকশন কুকটপ কিনতে পারবেন মাত্র ১৭৯৯ টাকায়। এতে ব্যবহারকারীরা পুশ বাটন-সহ ৮ স্টেজ পাওয়ার সেটিং পেয়ে যাবেন। এর মধ্যে রাখা হয়েছে ক্রিস্টাল গ্লাস প্লেটও।
Amazon Basics 1900 Watt Induction Cooktop: গ্রাহকরা Amazon থেকে এই ইন্ডাকশন কুকটপ কিনতে পারবেন মাত্র ১৭৯৯ টাকায়। এতে ব্যবহারকারীরা পুশ বাটন-সহ ৮ স্টেজ পাওয়ার সেটিং পেয়ে যাবেন। এর মধ্যে রাখা হয়েছে ক্রিস্টাল গ্লাস প্লেটও।
advertisement
4/7
Midea C19-RK1907 Induction Cooktop: Flipkart থেকে মাত্র ১৪৩৯ টাকায় কেনা যাবে এই ইন্ডাকশন কুকটপ। এর পাওয়ার কনজাম্পশন হল ১৯০০ ওয়াট। এই ইন্ডাকশন কুকটপের বডি সাধারণত প্লাস্টিকের হয় এবং এতে পুশ বাটন কন্ট্রোলের সুবিধাও পাবেন গ্রাহকরা।
Midea C19-RK1907 Induction Cooktop: Flipkart থেকে মাত্র ১৪৩৯ টাকায় কেনা যাবে এই ইন্ডাকশন কুকটপ। এর পাওয়ার কনজাম্পশন হল ১৯০০ ওয়াট। এই ইন্ডাকশন কুকটপের বডি সাধারণত প্লাস্টিকের হয় এবং এতে পুশ বাটন কন্ট্রোলের সুবিধাও পাবেন গ্রাহকরা।
advertisement
5/7
Pigeon Acer Plus 1800W Induction Cooktop: ক্রোমা থেকে মাত্র ১৮৯৯ টাকায় এই ইন্ডাকশন কুকটপ কিনতে পারবেন গ্রাহকরা। এর পাওয়ার কনজাম্পশন ১৮০০ ওয়াট। এই কুকটপের ক্ষেত্রে ব্যবহারকারীরা ৮টি প্রিসেট মেন্যু অপশন পেয়ে যাবেন।
Pigeon Acer Plus 1800W Induction Cooktop: ক্রোমা থেকে মাত্র ১৮৯৯ টাকায় এই ইন্ডাকশন কুকটপ কিনতে পারবেন গ্রাহকরা। এর পাওয়ার কনজাম্পশন ১৮০০ ওয়াট। এই কুকটপের ক্ষেত্রে ব্যবহারকারীরা ৮টি প্রিসেট মেন্যু অপশন পেয়ে যাবেন।
advertisement
6/7
Prestige Atlas 3.0 Induction Cooktop: এখন Flipkart থেকে মাত্র ১৭৪৯ টাকায় প্রেস্টিজের এই ইন্ডাকশন কুকটপটি কিনতে পারবেন গ্রাহকরা। এর পাওয়ার কনজাম্পশন ১২০০ ওয়াট। এই কুকটপের ফিচারের মধ্যে অন্যতম হল অ্যালুমিনিয়াম বডি মেটেরিয়াল, পুশ বাটন কন্ট্রোল এবং LED ডিসপ্লে ইত্যাদি।
Prestige Atlas 3.0 Induction Cooktop: এখন Flipkart থেকে মাত্র ১৭৪৯ টাকায় প্রেস্টিজের এই ইন্ডাকশন কুকটপটি কিনতে পারবেন গ্রাহকরা। এর পাওয়ার কনজাম্পশন ১২০০ ওয়াট। এই কুকটপের ফিচারের মধ্যে অন্যতম হল অ্যালুমিনিয়াম বডি মেটেরিয়াল, পুশ বাটন কন্ট্রোল এবং LED ডিসপ্লে ইত্যাদি।
advertisement
7/7
V-Guard VIC 1.4 EL Induction Cooktop: গ্রাহকরা বর্তমানে Flipkart থেকে মাত্র ১৮৯৯ টাকায় এই ইন্ডাকশন কুকটপ কিনতে পারবেন। এতে গ্রাহকরা ৪টি অটো-ইন্ডিয়ান কুকিং মোড পেয়ে যাবেন। এর মধ্যে থাকছে রোটি, মিল্ক, ইডলি এবং বয়েল অপশন। এর পাওয়ার কনজাম্পশন ১৪০০ ওয়াট।
V-Guard VIC 1.4 EL Induction Cooktop: গ্রাহকরা বর্তমানে Flipkart থেকে মাত্র ১৮৯৯ টাকায় এই ইন্ডাকশন কুকটপ কিনতে পারবেন। এতে গ্রাহকরা ৪টি অটো-ইন্ডিয়ান কুকিং মোড পেয়ে যাবেন। এর মধ্যে থাকছে রোটি, মিল্ক, ইডলি এবং বয়েল অপশন। এর পাওয়ার কনজাম্পশন ১৪০০ ওয়াট।
advertisement
advertisement
advertisement