Induction: ২০০০ টাকারও কমে মিলছে ইন্ডাকশন! এবার কোনও রকম ঝক্কি ছাড়া সহজেই তৈরি হবে সুস্বাদু খানা
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Induction: গ্যাস-ওভেনের পরিবর্তে আজকাল রান্নাঘরে ইন্ডাকশন কুকটপের ব্যবহার বাড়ছে। কারণ এটি কমপ্যাক্ট এবং পোর্টেবল। অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ রয়েছে, এমন জায়গায় সহজেই এই ইন্ডাকশন ব্যবহার করা যায়।
advertisement
তবে অনেকে আজকাল সাজানো-গোছানো রান্নাঘরে গ্যাস-সিলিন্ডারের পাশাপাশি ইন্ডাকশনও রাখছেন। সবথেকে বড় কথা হল, বাজারে কিংবা অনলাইন স্টোরে এই ইন্ডাকশন বেশ সহজলভ্য। আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই আজ আমরা জনপ্রিয় সব ব্র্যান্ডের ৫টি ইন্ডাকশনের বিষয়ে কথা বলব, যেগুলির দাম ২০০০ টাকারতবে অনেকে আজকাল সাজানো-গোছানো রান্নাঘরে গ্যাস-সিলিন্ডারের পাশাপাশি ইন্ডাকশনও রাখছেন। সবথেকে বড় কথা হল, বাজারে কিংবা অনলাইন স্টোরে এই ইন্ডাকশন বেশ সহজলভ্য। আর দামও কিন্তু খুব একটা বেশি নয়। তাই আজ আমরা জনপ্রিয় সব ব্র্যান্ডের ৫টি ইন্ডাকশনের বিষয়ে কথা বলব, যেগুলির দাম ২০০০ টাকার থেকেও কম। থেকেও কম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement