Electricity bill online: বাঁচবে সময়-পয়সা দুই! ইলেকট্রিক বিল জমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় জেনে নিন

Last Updated:
আর কিছু না হোক, দুটো পয়সা তো বাঁচে। মূল্যবৃদ্ধির বাজারে তাই বা কম কী!
1/8
আজকাল আর তেমন ভাবে ইলেকট্রিক অফিসে বিলের টাকা জমা দেওয়াল লাইন পড়ে না। বেশিরভাগ মানুষই ইলেকট্রিক বিলের টাকা জমা করে দেন অনলাইনে। যাঁরা খুব একটা টেক স্যাভি নন, তাঁদের হয়ে পাড়ায় পাড়ায় এই কাজ করে দেয় সাইবার ক্যাফে।
আজকাল আর তেমন ভাবে ইলেকট্রিক অফিসে বিলের টাকা জমা দেওয়াল লাইন পড়ে না। বেশিরভাগ মানুষই ইলেকট্রিক বিলের টাকা জমা করে দেন অনলাইনে। যাঁরা খুব একটা টেক স্যাভি নন, তাঁদের হয়ে পাড়ায় পাড়ায় এই কাজ করে দেয় সাইবার ক্যাফে।
advertisement
2/8
এখন অনলাইনে যদি ইলেকট্রিক বিলের টাকা জমা করতেই হয়, সহজ উপায় কী? অনেকেই বলবেন সিইএসসি-র ওয়েবসাইট মারফত টাকা জমা দেওয়া। এতে ভুল কিছু নেই। যদিও এর চেয়েও সহজ উপায় রয়েছে আমাদের হাতে।
এখন অনলাইনে যদি ইলেকট্রিক বিলের টাকা জমা করতেই হয়, সহজ উপায় কী? অনেকেই বলবেন সিইএসসি-র ওয়েবসাইট মারফত টাকা জমা দেওয়া। এতে ভুল কিছু নেই। যদিও এর চেয়েও সহজ উপায় রয়েছে আমাদের হাতে।
advertisement
3/8
সেটা হল PhonePe আর Paytm থেকে ইলেকট্রিক বিল জমা করা। প্রশ্ন উঠতেই পারে, বিদ্যুৎ সংস্থার ওয়েবসাইট থাকতে অ্যাপে যাওয়ার দরকারটা কী?
সেটা হল PhonePe আর Paytm থেকে ইলেকট্রিক বিল জমা করা। প্রশ্ন উঠতেই পারে, বিদ্যুৎ সংস্থার ওয়েবসাইট থাকতে অ্যাপে যাওয়ার দরকারটা কী?
advertisement
4/8
দরকার কিছু নয়। তবে কী, এই ধরনের অ্যাপগুলো বেশিরভাগ সময়েই টাকা লেনদেনে নানা ধরনের ডিল বা ডিসকাউন্ট দিয়ে থাকে। ইলেকট্রিক বিলের টাকা এগুলোর মাধ্যমে জমা করার ক্ষেত্রেও তাই হয়, মাঝে মাঝেই পাওয়া যায় ডিসকাউন্টের নানা অফার। ফলে, আর কিছু না হোক, দুটো পয়সা তো বাঁচে। মূল্যবৃদ্ধির বাজারে তাই বা কম কী!
দরকার কিছু নয়। তবে কী, এই ধরনের অ্যাপগুলো বেশিরভাগ সময়েই টাকা লেনদেনে নানা ধরনের ডিল বা ডিসকাউন্ট দিয়ে থাকে। ইলেকট্রিক বিলের টাকা এগুলোর মাধ্যমে জমা করার ক্ষেত্রেও তাই হয়, মাঝে মাঝেই পাওয়া যায় ডিসকাউন্টের নানা অফার। ফলে, আর কিছু না হোক, দুটো পয়সা তো বাঁচে। মূল্যবৃদ্ধির বাজারে তাই বা কম কী!
advertisement
5/8
দেখে নেওয়া যাক PhonePe থেকে কীভাবে ইলেকট্রিক বিল জমা দিতে হয়:  - অ্যাপ খুলতে হবে - স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে - এখানে লেখা থাকবে Electricity, সেটা সিলেক্ট করতে হবে - ওপরের সার্চ বার থেকে বেছে নিতে হবে ইলেকট্রিসিটি বোর্ড - নিজের রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ড এলে কনজিউমার আইডি দিতে হবে - বিলের অঙ্কটা স্ক্রিনে আসবে - সেটা পেমেন্ট করতে হবে
দেখে নেওয়া যাক PhonePe থেকে কীভাবে ইলেকট্রিক বিল জমা দিতে হয়: - অ্যাপ খুলতে হবে - স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে - এখানে লেখা থাকবে Electricity, সেটা সিলেক্ট করতে হবে - ওপরের সার্চ বার থেকে বেছে নিতে হবে ইলেকট্রিসিটি বোর্ড - নিজের রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ড এলে কনজিউমার আইডি দিতে হবে - বিলের অঙ্কটা স্ক্রিনে আসবে - সেটা পেমেন্ট করতে হবে
advertisement
6/8
- ওপরের সার্চ বার থেকে বেছে নিতে হবে ইলেকট্রিসিটি বোর্ড - নিজের রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ড এলে কনজিউমার আইডি দিতে হবে - বিলের অঙ্কটা স্ক্রিনে আসবে - সেটা পেমেন্ট করতে হবে
- ওপরের সার্চ বার থেকে বেছে নিতে হবে ইলেকট্রিসিটি বোর্ড - নিজের রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ড এলে কনজিউমার আইডি দিতে হবে - বিলের অঙ্কটা স্ক্রিনে আসবে - সেটা পেমেন্ট করতে হবে
advertisement
7/8
আর Paytm থেকে ইলেকট্রিক বিল দিতে হলে?  - অ্যাপ খুলতে হবে - স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে - বেছে নিতে হবে ইলেকট্রিসিটি বিল অপশন, এটা থাকবে Recharge & Bill Payments-এর মধ্যে
আর Paytm থেকে ইলেকট্রিক বিল দিতে হলে? - অ্যাপ খুলতে হবে - স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে - বেছে নিতে হবে ইলেকট্রিসিটি বিল অপশন, এটা থাকবে Recharge & Bill Payments-এর মধ্যে
advertisement
8/8
- ইলেকট্রিসিটি বোর্ডে ক্লিক করে নিজের রাজ্য বেছে নিতে হবে -দিতে হবে নিজের কনজিউমার নম্বর - Proceed-এ ক্লিক করতে হবে - বিলের অঙ্কটা বসিয়ে পেমেন্ট করতে হবে
- ইলেকট্রিসিটি বোর্ডে ক্লিক করে নিজের রাজ্য বেছে নিতে হবে -দিতে হবে নিজের কনজিউমার নম্বর - Proceed-এ ক্লিক করতে হবে - বিলের অঙ্কটা বসিয়ে পেমেন্ট করতে হবে
advertisement
advertisement
advertisement