প্লে স্টোর থেকে একাধিক পার্সোনাল লোন অ্যাপ সরাল Google, নেপথ্যে RBI
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেশের ব্যাঙ্কিং রেগুলেশনের সঙ্গে যে অ্যাপগুলির সামঞ্জস্য নেই, সেই রকম ৩০টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়েছে Google
ঋণসংক্রান্ত একাধিক অ্যাপের ফাঁদে পড়ে দেশের নানা প্রান্ত থেকে প্রতারণার অভিযোগ এসেছে। ব্যবহারকারীদের গোপনীয় তথ্যগুলিও অসুরক্ষিত। বিষয়টির সমাধানে এগিয়ে এসেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর সেই সূত্র ধরেই এবার প্লে স্টোর (Google Play Store) থেকে একগুচ্ছ অবৈধ অ্যাপ সরিয়ে দিল Google। জানা গিয়েছে, RBI-এর নির্দেশেই এই কাজ হয়েছে। এক্ষেত্রে দেশের ব্যাঙ্কিং রেগুলেশনের সঙ্গে যে অ্যাপগুলির সামঞ্জস্য নেই, সেই রকম ৩০টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়েছে Google।
advertisement
বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই অভিযান। এখনও পর্যন্ত ৩০টির বেশি অ্যাপকে চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এর শুরুটা হয়েছিল জানুয়ারি মাসের প্রথমের দিকে। সেই সময়ে এক ভার্চুয়াল বৈঠকে RBI-এর তরফে Google-কে সতর্ক করা হয়েছিল। RBI-এর আধিকারিকরা জানান, ব্যাঙ্কিং রেগুলেশন, স্থানীয় সাইবার আইন না মেনেই প্লে স্টোরে শতাধিক লোন অ্যাপ রয়েছে। এগুলি অত্যন্ত বিপজ্জনক। এগুলি যাতে দ্রুত সরানো হয়, সেই কথাও জানিয়ে দেয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
advertisement
এক্ষেত্রে বেশি কয়েকটি ঋণদাতা সংস্থা ও অ্যাপ কোম্পানিগুলির সঙ্গে আলাদা করে মিটিং করার কথাও জানিয়েছে RBI। ইতিমধ্যে বাকি অ্যাপগুলির প্রাইভেসি সেটিংস চেক করা শুরু হয়েছে। বেশ কয়েকটি অ্যাপ আবার পুনরায় যাবতীয় শর্ত পূরণ করে নিজেদের পরিষেবা শুরু করতে চলেছে। এক্ষেত্রে অ্যাপগুলিতে ঋণদানের ক্ষেত্রে একটি সময়সীমাও বেঁধে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
advertisement
advertisement