আজ ২২ অগাস্ট, শনিবার দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। যা বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। বিশেষত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে এই উৎসব হয় খুবই ধুমধাম করে৷ করোনা আবহে অন্য বছরের তুলনায় এবারের গণেশ চতুর্থী বেশ কিছুটা আলাদা। তাই এবছর পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের শুভেচ্ছা জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এবার স্টিকার আইকনে ক্লিক করলে স্টিকার স্টোর খুলে যাবে। এখানে আপনি অনেক ধরণের স্টিকার দেখতে পাবেন, তারমধ্যে থেকে আপনি Ganesh Chaturthi স্টিকার বেছে নেবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।