Flight Tickets: চলতি বছর কোন প্ল্যাটফর্মে সস্তায় মিলবে বিমানের টিকিট? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Flight Tickets: বিমানের টিকিটের দাম সব সময় ওঠা-নামা করে। উড়ানের তুল্যমূল্য বিচার এবং বুকিং টুল তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাভেল বাজেটের উপর প্রভাব ফেলতে পারে।
সারা বিশ্বের ভ্রমণার্থীরাই কম মূল্যে বিমানের টিকিটের সন্ধান করে থাকেন। আসলে বিমানের টিকিটের দাম সব সময় ওঠা-নামা করে। উড়ানের তুল্যমূল্য বিচার এবং বুকিং টুল তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাভেল বাজেটের উপর প্রভাব ফেলতে পারে। ফলে ভাড়া কমে যায় এবং ডিলও ভাল হয়। জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে অন্যতম হল Skyscanner। যা প্রচুর ব্যবহৃত হয়। যদিও অনেক ভ্রমণার্থী আবার Google Flights-এর মতো বিকল্পও ব্যবহার করে থাকেন। কোন প্ল্যাটফর্মে তুলনামূলক ভাবে সস্তায় বিমানের টিকিট পাওয়া যাবে, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
কীভাবে কাজ করে Skyscanner? Skyscanner ব্যবহার করার জন্য ভ্রমণার্থীদের নিজেদের ডিপারচার এবং অ্যারাইভ্যাল লোকেশন দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে সম্ভাব্য ভ্রমণের দিনক্ষণ। এরপরেই ওই প্ল্যাটফর্মে ভেসে উঠবে উপলব্ধ উড়ান। যা দাম, ভ্রমণের সময়, নিজের পছন্দ ও লে-ওভারের মেয়াদের উপর ভিত্তি করে বেছে নেওয়া যেতে পারে। ধরা যাক, অনেক পরে কারও কোথাও যাওয়ার ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে কোন মাসে উড়ান সস্তা হবে, সেটাও জেনে নেওয়া যেতে পারে। তবে শুধু উড়ানই নয়, হোটেল এবং গাড়ি ভাড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Skyscanner।
advertisement