Flight Tickets: চলতি বছর কোন প্ল্যাটফর্মে সস্তায় মিলবে বিমানের টিকিট? জেনে নিন

Last Updated:
Flight Tickets: বিমানের টিকিটের দাম সব সময় ওঠা-নামা করে। উড়ানের তুল্যমূল্য বিচার এবং বুকিং টুল তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাভেল বাজেটের উপর প্রভাব ফেলতে পারে।
1/6
সারা বিশ্বের ভ্রমণার্থীরাই কম মূল্যে বিমানের টিকিটের সন্ধান করে থাকেন। আসলে বিমানের টিকিটের দাম সব সময় ওঠা-নামা করে। উড়ানের তুল্যমূল্য বিচার এবং বুকিং টুল তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাভেল বাজেটের উপর প্রভাব ফেলতে পারে। ফলে ভাড়া কমে যায় এবং ডিলও ভাল হয়। জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে অন্যতম হল Skyscanner। যা প্রচুর ব্যবহৃত হয়। যদিও অনেক ভ্রমণার্থী আবার Google Flights-এর মতো বিকল্পও ব্যবহার করে থাকেন। কোন প্ল্যাটফর্মে তুলনামূলক ভাবে সস্তায় বিমানের টিকিট পাওয়া যাবে, সেটাই জেনে নেওয়া যাক।
সারা বিশ্বের ভ্রমণার্থীরাই কম মূল্যে বিমানের টিকিটের সন্ধান করে থাকেন। আসলে বিমানের টিকিটের দাম সব সময় ওঠা-নামা করে। উড়ানের তুল্যমূল্য বিচার এবং বুকিং টুল তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাভেল বাজেটের উপর প্রভাব ফেলতে পারে। ফলে ভাড়া কমে যায় এবং ডিলও ভাল হয়। জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে অন্যতম হল Skyscanner। যা প্রচুর ব্যবহৃত হয়। যদিও অনেক ভ্রমণার্থী আবার Google Flights-এর মতো বিকল্পও ব্যবহার করে থাকেন। কোন প্ল্যাটফর্মে তুলনামূলক ভাবে সস্তায় বিমানের টিকিট পাওয়া যাবে, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
2/6
কীভাবে কাজ করে Google Flights? Google Flights হল একটা ফ্লাইট সার্চ ইঞ্জিন। ৩০০টিরও বেশি বিমান সংস্থা এবং অনলাইন ট্রাভেল এজেন্সির ভাড়াকে একত্রিত করা হয়। এই প্ল্যাটফর্ম সরাসরি টিকিট বিক্রয় করে না। বরং পরিবর্তে তা এয়ারলাইন ওয়েবসাইট অথবা অথরাইজড ট্রাভেল এজেন্সিতে রিডিরেক্ট করে দেয়।
কীভাবে কাজ করে Google Flights? Google Flights হল একটা ফ্লাইট সার্চ ইঞ্জিন। ৩০০টিরও বেশি বিমান সংস্থা এবং অনলাইন ট্রাভেল এজেন্সির ভাড়াকে একত্রিত করা হয়। এই প্ল্যাটফর্ম সরাসরি টিকিট বিক্রয় করে না। বরং পরিবর্তে তা এয়ারলাইন ওয়েবসাইট অথবা অথরাইজড ট্রাভেল এজেন্সিতে রিডিরেক্ট করে দেয়।
advertisement
3/6
এর ফলে একাধিক প্ল্যাটফর্মের টিকিটের দামের তুলনামূলক বিচার করতে পারেন ভ্রমণার্থীরা। সেই সঙ্গে তাঁরা এয়ারলাইনের পলিসি এবং স্পেশাল অফারের সরাসরি অ্যাক্সেসও পেয়ে যান। ফ্লাইট সার্চ করার জন্য ব্যবহারকারীদের নিজেদের ভ্রমণের দিনক্ষণ, ডিপারচার এবং অ্যারাইভাল সংক্রান্ত তথ্য দিতে হবে।
এর ফলে একাধিক প্ল্যাটফর্মের টিকিটের দামের তুলনামূলক বিচার করতে পারেন ভ্রমণার্থীরা। সেই সঙ্গে তাঁরা এয়ারলাইনের পলিসি এবং স্পেশাল অফারের সরাসরি অ্যাক্সেসও পেয়ে যান। ফ্লাইট সার্চ করার জন্য ব্যবহারকারীদের নিজেদের ভ্রমণের দিনক্ষণ, ডিপারচার এবং অ্যারাইভাল সংক্রান্ত তথ্য দিতে হবে।
advertisement
4/6
Google Flights-এর ফিচার: ১. প্রাইস ট্র্যাকিং এবং অ্যালার্ট ২. দাম কমলে পাওয়া যায় রিফান্ড। ৩. বিমান সংস্থার সঙ্গে সরাসরি তুলনা। ৪. সিট এবং ব্যাগেজ সম্পর্কে বিস্তারিত তথ্য। ৫. ইন্টারঅ্যাকটিভ ক্যালেন্ডার এবং প্রাইস গ্রাফ। ৬. কার্বন এমিশনও দেখানো হয়। ৭. ডিরেক্ট এয়ারলাইন ওয়েবসাইটে রিডিরেক্ট করা।
Google Flights-এর ফিচার: ১. প্রাইস ট্র্যাকিং এবং অ্যালার্ট ২. দাম কমলে পাওয়া যায় রিফান্ড। ৩. বিমান সংস্থার সঙ্গে সরাসরি তুলনা। ৪. সিট এবং ব্যাগেজ সম্পর্কে বিস্তারিত তথ্য। ৫. ইন্টারঅ্যাকটিভ ক্যালেন্ডার এবং প্রাইস গ্রাফ। ৬. কার্বন এমিশনও দেখানো হয়। ৭. ডিরেক্ট এয়ারলাইন ওয়েবসাইটে রিডিরেক্ট করা।
advertisement
5/6
কীভাবে কাজ করে Skyscanner? Skyscanner ব্যবহার করার জন্য ভ্রমণার্থীদের নিজেদের ডিপারচার এবং অ্যারাইভ্যাল লোকেশন দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে সম্ভাব্য ভ্রমণের দিনক্ষণ। এরপরেই ওই প্ল্যাটফর্মে ভেসে উঠবে উপলব্ধ উড়ান। যা দাম, ভ্রমণের সময়, নিজের পছন্দ ও লে-ওভারের মেয়াদের উপর ভিত্তি করে বেছে নেওয়া যেতে পারে। ধরা যাক, অনেক পরে কারও কোথাও যাওয়ার ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে কোন মাসে উড়ান সস্তা হবে, সেটাও জেনে নেওয়া যেতে পারে। তবে শুধু উড়ানই নয়, হোটেল এবং গাড়ি ভাড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Skyscanner।
কীভাবে কাজ করে Skyscanner? Skyscanner ব্যবহার করার জন্য ভ্রমণার্থীদের নিজেদের ডিপারচার এবং অ্যারাইভ্যাল লোকেশন দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে সম্ভাব্য ভ্রমণের দিনক্ষণ। এরপরেই ওই প্ল্যাটফর্মে ভেসে উঠবে উপলব্ধ উড়ান। যা দাম, ভ্রমণের সময়, নিজের পছন্দ ও লে-ওভারের মেয়াদের উপর ভিত্তি করে বেছে নেওয়া যেতে পারে। ধরা যাক, অনেক পরে কারও কোথাও যাওয়ার ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে কোন মাসে উড়ান সস্তা হবে, সেটাও জেনে নেওয়া যেতে পারে। তবে শুধু উড়ানই নয়, হোটেল এবং গাড়ি ভাড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Skyscanner।
advertisement
6/6
Skyscanner-এর ফিচার: ১. প্রাইস ট্র্যাকিং এবং অ্যালার্ট। ২. বিমান সংস্থার সঙ্গে সরাসরি তুলনা। ৩. ইন্টারঅ্যাকটিভ ক্যালেন্ডার এবং প্রাইস গ্রাফ। ৪. ডিরেক্ট এয়ারলাইন ওয়েবসাইটে রিডিরেক্ট করা।
Skyscanner-এর ফিচার: ১. প্রাইস ট্র্যাকিং এবং অ্যালার্ট। ২. বিমান সংস্থার সঙ্গে সরাসরি তুলনা। ৩. ইন্টারঅ্যাকটিভ ক্যালেন্ডার এবং প্রাইস গ্রাফ। ৪. ডিরেক্ট এয়ারলাইন ওয়েবসাইটে রিডিরেক্ট করা।
advertisement
advertisement
advertisement