সামান্য ভুলেই আসতে পারে বিপদ,টাকা লেনদেনের সময় এই বিষয়গুলি মানা আবশ্যিক

Last Updated:
1/10
উন্নত প্রযুক্তির সাহায্যে এখন ব্যাঙ্ক লেনদেন অনেক সহজ ।তবে তার সঙ্গেই বেড়েছে জালিয়াতি ও সাইবার ক্রাইমের সম্ভাবনাও । গুগল পে, ফোন পে, পেটিএমের মত ট্রানসাকশন অ্যাপে কীভাবে নিজের টাকা-পয়সা সুরক্ষিত রাখবেন জেনে নিন।
উন্নত প্রযুক্তির সাহায্যে এখন ব্যাঙ্ক লেনদেন অনেক সহজ ।তবে তার সঙ্গেই বেড়েছে জালিয়াতি ও সাইবার ক্রাইমের সম্ভাবনাও । গুগল পে, ফোন পে, পেটিএমের মত ট্রানসাকশন অ্যাপে কীভাবে নিজের টাকা-পয়সা সুরক্ষিত রাখবেন জেনে নিন।
advertisement
2/10
Unified Payments Interface- UPI এর মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় । এর সাহায্যে গুগল পে, ফোন পে, পেটিএমের মত অ্যাপগুলিতে টাকা পাঠাতে পারবেন ।
Unified Payments Interface- UPI এর মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় । এর সাহায্যে গুগল পে, ফোন পে, পেটিএমের মত অ্যাপগুলিতে টাকা পাঠাতে পারবেন ।
advertisement
3/10
National Payments Corporation of India-NPCI এর তথ্য অনুযায়ী মার্চ, ২০১৯ এর মধ্যে প্রায় ১.৩৩ লক্ষ কোটি বার অনলাইন লেনদেন হয়েছে ।
National Payments Corporation of India-NPCI এর তথ্য অনুযায়ী মার্চ, ২০১৯ এর মধ্যে প্রায় ১.৩৩ লক্ষ কোটি বার অনলাইন লেনদেন হয়েছে ।
advertisement
4/10
তবে UPI লেনদেন সহজ হলেও সাবধানতার জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা আবশ্যিক ।
তবে UPI লেনদেন সহজ হলেও সাবধানতার জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা আবশ্যিক ।
advertisement
5/10
আপনি যখন ফান্ড ট্রান্সফার করেন তখন একটি ভার্চুয়াল পেমেন্ট আইডি তৈরি হয়ে যায় । আর এর সাহায্যেই নানারকম অপরাধ করে থাকে প্রতারকরা  । এই আইডি কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না ।
আপনি যখন ফান্ড ট্রান্সফার করেন তখন একটি ভার্চুয়াল পেমেন্ট আইডি তৈরি হয়ে যায় । আর এর সাহায্যেই নানারকম অপরাধ করে থাকে প্রতারকরা । এই আইডি কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না ।
advertisement
6/10
এছাড়া অনলাইন শপিং সাইটগুলিকেও টার্গেট করে থাকে প্রতারকরা। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা শ্রেয় ।
এছাড়া অনলাইন শপিং সাইটগুলিকেও টার্গেট করে থাকে প্রতারকরা। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা শ্রেয় ।
advertisement
7/10
রেমিট্যান্স মানি অপশনের সাহায্যে টাকা ট্রান্সফার করা হয় । এই সময়েও ফ্রডের ফাঁদে পড়তে পারেন গ্রাহকরা ।
রেমিট্যান্স মানি অপশনের সাহায্যে টাকা ট্রান্সফার করা হয় । এই সময়েও ফ্রডের ফাঁদে পড়তে পারেন গ্রাহকরা ।
advertisement
8/10
পার্সোনাল কম্প্যুটার থেকে কাজ করলে Anydesk, Teamviewer, Screenshare এর মত স্কিন শেয়ারিং অ্যাপ ব্যবহার না করাই ভাল । স্ক্রিন শেয়ার করলে অন্যরাই সহজেই আপনার তথ্য পেয়ে যাবে ।
পার্সোনাল কম্প্যুটার থেকে কাজ করলে Anydesk, Teamviewer, Screenshare এর মত স্কিন শেয়ারিং অ্যাপ ব্যবহার না করাই ভাল । স্ক্রিন শেয়ার করলে অন্যরাই সহজেই আপনার তথ্য পেয়ে যাবে ।
advertisement
9/10
প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় দেখে নিন কারণ প্রচুর ফেক অ্যাপও রয়েছে প্লে-স্টোরে । Modi Bhim, Bhim Modi App, BHIM Payment-UPI Guide, BHIM Banking Guide and Modi ka Bhim এর মত নামধারী অ্যাপগুলি ফেক ।
প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় দেখে নিন কারণ প্রচুর ফেক অ্যাপও রয়েছে প্লে-স্টোরে । Modi Bhim, Bhim Modi App, BHIM Payment-UPI Guide, BHIM Banking Guide and Modi ka Bhim এর মত নামধারী অ্যাপগুলি ফেক ।
advertisement
10/10
অ্যাপ  ব্যবহার করার আগে দেখে নিন সেটি ভেরিফায়েড অ্যাপ কিনা ও UPI যাচাই করে নিন ।
অ্যাপ ব্যবহার করার আগে দেখে নিন সেটি ভেরিফায়েড অ্যাপ কিনা ও UPI যাচাই করে নিন ।
advertisement
advertisement
advertisement