নতুন বাইক, প্রথম সার্ভিস-এর আগে জোরে চালানো যায় না কেন? রয়েছে 'বড় কারণ'

Last Updated:
Bikes- প্রথম সার্ভিসিং করানোর আগে পর্যন্ত ‘ইকোনমি স্পিডে’ বাইক চালাতে বলা হয়। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমির মধ্যে।
1/7
 নতুন বাইক চালানোর মজাই আলাদা। ব্রেক, গিয়ার, ইঞ্জিন সব একেবারে যথাযথ। অনেকেই হাই স্পিড তুলে দেন। এতে যেমন দুর্ঘটনার ভয় থাকে, তেমনই বাইকেরও ক্ষতি হতে পারে। এমনটাই বলছেন টু হুইলার বিশেষজ্ঞরা।
নতুন বাইক চালানোর মজাই আলাদা। ব্রেক, গিয়ার, ইঞ্জিন সব একেবারে যথাযথ। অনেকেই হাই স্পিড তুলে দেন। এতে যেমন দুর্ঘটনার ভয় থাকে, তেমনই বাইকেরও ক্ষতি হতে পারে। এমনটাই বলছেন টু হুইলার বিশেষজ্ঞরা।
advertisement
2/7
প্রথম সার্ভিসিং করানোর আগে পর্যন্ত ‘ইকোনমি স্পিডে’ বাইক চালাতে বলা হয়। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমির মধ্যে। এতে জ্বালানি খরচ কম হয়। বেশি মাইলেজ পাওয়া যায়। এর পিছনে রয়েছে কিছু প্রযুক্তিগত কারণ। কী কারণে গতি সীমিত রাখার পরামর্শ দেওয়া হয় দেখে নেওয়া যাক।
প্রথম সার্ভিসিং করানোর আগে পর্যন্ত ‘ইকোনমি স্পিডে’ বাইক চালাতে বলা হয়। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমির মধ্যে। এতে জ্বালানি খরচ কম হয়। বেশি মাইলেজ পাওয়া যায়। এর পিছনে রয়েছে কিছু প্রযুক্তিগত কারণ। কী কারণে গতি সীমিত রাখার পরামর্শ দেওয়া হয় দেখে নেওয়া যাক।
advertisement
3/7
টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাইকের ইঞ্জিন, পিস্টন, গিয়ার, সিলিন্ডার অন্যান্য অংশের সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্য থাকে না। ঘর্ষণ চলতে থাকে। শুরুর ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের বিভিন্ন অংশের সঙ্গে ঘর্ষণ কমাতে বাইক ব্রেক ইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়।
টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাইকের ইঞ্জিন, পিস্টন, গিয়ার, সিলিন্ডার অন্যান্য অংশের সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্য থাকে না। ঘর্ষণ চলতে থাকে। শুরুর ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের বিভিন্ন অংশের সঙ্গে ঘর্ষণ কমাতে বাইক ব্রেক ইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়।
advertisement
4/7
এই সময়ে বেশি গতি বা রিভলিউশন (RPM)-এ চালালে এই অংশগুলি সঠিকভাবে ফিট হতে পারে না। যার ফলে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নতুন বাইকে ইঞ্জিন অয়েল নতুন ইঞ্জিনের বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ কমানোর কাজ করে। ফলে ময়লা জমে। তাই স্পিড বেশি থাকলে ইঞ্জিনে চাপ পড়তে পারে। ইঞ্জিন অয়েল ঠিকভাবে কাজ করতে পারে না। প্রথম সার্ভিসিংয়ের পর এই তেল বদলে দেওয়া হয়।
এই সময়ে বেশি গতি বা রিভলিউশন (RPM)-এ চালালে এই অংশগুলি সঠিকভাবে ফিট হতে পারে না। যার ফলে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নতুন বাইকে ইঞ্জিন অয়েল নতুন ইঞ্জিনের বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ কমানোর কাজ করে। ফলে ময়লা জমে। তাই স্পিড বেশি থাকলে ইঞ্জিনে চাপ পড়তে পারে। ইঞ্জিন অয়েল ঠিকভাবে কাজ করতে পারে না। প্রথম সার্ভিসিংয়ের পর এই তেল বদলে দেওয়া হয়।
advertisement
5/7
পাশাপাশি নতুন বাইকে পিস্টনের মধ্যে ফাঁক কম থাকে। বাইক চালানোর সময় ঘর্ষণের কারণে এগুলো অতিরিক্ত গরম হয়ে যায়। তাই বেশি স্পিডে বাইক চালালে পিস্টন মাত্রাতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
পাশাপাশি নতুন বাইকে পিস্টনের মধ্যে ফাঁক কম থাকে। বাইক চালানোর সময় ঘর্ষণের কারণে এগুলো অতিরিক্ত গরম হয়ে যায়। তাই বেশি স্পিডে বাইক চালালে পিস্টন মাত্রাতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
advertisement
6/7
একইসঙ্গে বেশি স্পিডে চালালে নতুন বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। কারণ সেটা তখনও পুরোপুরি সেট হয়নি। ইঞ্জিনের কুলিং সিস্টেম এবং অন্যান্য অংশের ক্ষতি হতে পারে। গিয়ার বক্স এবং ক্লাচ প্লেটও নতুন থাকে। এগুলো সঠিকভাবে ফিট হওয়ার জন্য সাধারণ গতি এবং লোড প্রয়োজন। বেশি গতিতে চালালে এগুলোর আয়ু কমে যেতে পারে। তাই নতুন বাইক প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি গতিতে চালানোর পরামর্শ দেওয়া হয়।
একইসঙ্গে বেশি স্পিডে চালালে নতুন বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। কারণ সেটা তখনও পুরোপুরি সেট হয়নি। ইঞ্জিনের কুলিং সিস্টেম এবং অন্যান্য অংশের ক্ষতি হতে পারে। গিয়ার বক্স এবং ক্লাচ প্লেটও নতুন থাকে। এগুলো সঠিকভাবে ফিট হওয়ার জন্য সাধারণ গতি এবং লোড প্রয়োজন। বেশি গতিতে চালালে এগুলোর আয়ু কমে যেতে পারে। তাই নতুন বাইক প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি গতিতে চালানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement
7/7
নতুন বাইকের সঙ্গেই সার্ভিসিং বুক দেওয়া হয়। এতেই সার্ভিসিং সংক্রান্ত সমস্ত তথ্য থাকে। সার্ভিস বুকে উল্লেখিত সময় অনুযায়ী সার্ভিসিং করানো উচিত। এতে বাইকের ইঞ্জিন সঠিকভাবে কাজ করবে। পাশাপাশি মাইলেজও ভাল পাওয়া যাবে।
নতুন বাইকের সঙ্গেই সার্ভিসিং বুক দেওয়া হয়। এতেই সার্ভিসিং সংক্রান্ত সমস্ত তথ্য থাকে। সার্ভিস বুকে উল্লেখিত সময় অনুযায়ী সার্ভিসিং করানো উচিত। এতে বাইকের ইঞ্জিন সঠিকভাবে কাজ করবে। পাশাপাশি মাইলেজও ভাল পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement