নতুন বাইক, প্রথম সার্ভিস-এর আগে জোরে চালানো যায় না কেন? রয়েছে 'বড় কারণ'
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- প্রথম সার্ভিসিং করানোর আগে পর্যন্ত ‘ইকোনমি স্পিডে’ বাইক চালাতে বলা হয়। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমির মধ্যে।
advertisement
advertisement
advertisement
এই সময়ে বেশি গতি বা রিভলিউশন (RPM)-এ চালালে এই অংশগুলি সঠিকভাবে ফিট হতে পারে না। যার ফলে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নতুন বাইকে ইঞ্জিন অয়েল নতুন ইঞ্জিনের বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ কমানোর কাজ করে। ফলে ময়লা জমে। তাই স্পিড বেশি থাকলে ইঞ্জিনে চাপ পড়তে পারে। ইঞ্জিন অয়েল ঠিকভাবে কাজ করতে পারে না। প্রথম সার্ভিসিংয়ের পর এই তেল বদলে দেওয়া হয়।
advertisement
advertisement
একইসঙ্গে বেশি স্পিডে চালালে নতুন বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। কারণ সেটা তখনও পুরোপুরি সেট হয়নি। ইঞ্জিনের কুলিং সিস্টেম এবং অন্যান্য অংশের ক্ষতি হতে পারে। গিয়ার বক্স এবং ক্লাচ প্লেটও নতুন থাকে। এগুলো সঠিকভাবে ফিট হওয়ার জন্য সাধারণ গতি এবং লোড প্রয়োজন। বেশি গতিতে চালালে এগুলোর আয়ু কমে যেতে পারে। তাই নতুন বাইক প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি গতিতে চালানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement