নো কস্ট ইএমআই ব্যাপারটা কী? সত্যি কি বাড়তি সুদ দিতে হয় না? নাকি সবটাই ফাঁকি?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
No cost EMI- নো কস্ট ইএমআই -এর অর্থ এই ধরনের ইএমআই-এর ক্ষেত্রে গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না। কোনও সুদও দিতে হবে না। ইএমআই শোধ করা হলে গ্রাহকের উপর কোনও অতিরিক্ত বোঝা চাপবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ধরা যাক, একটি ল্যাপটপ অনলাইন শপিং সাইটে এক লাখ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে নো কস্ট ইএমআই নিতে পারেন। তা হলে আপনাকে ৩ বা ৬ মাসের কিস্তিতে টাকা পরিশোধ করার সুবিধা থাকবে। ব্যাঙ্ক এক্ষেত্রে ১৫.৯৯ শতাংশ সুদ ধার্য করল। এর পর ডিসকাউন্ট হিসাবে সেই টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয়। উদাহরণ হিসেবে, ৩-মাসের কিস্তিতে ২৭৩৭ টাকার সুদ নেওয়া হলে, তার সম্পূর্ণ পরিমাণ ডিসকাউন্ট হিসেবে ফেরত দেওয়া হয়। একইভাবে, ৬ মাসের কিস্তিতে ৪৭২৮ টাকা সুদ নেওয়া হলে তা সরাসরি ফেরত দেওয়া হয়। ল্যাপটপের মোট খরচ অনেকটা কমে যায়।
advertisement
আরবিআই কিন্তু স্পষ্ট বলেছে, আপনি যদি কোনও ঋণ নেন তা হলে সুদসমেত তা ফেরত দিতে হবে। ক্রেডিট কার্ডের বকেয়া জিরো কস্ট ইএমআই স্কিমে, সুদের পরিমাণ প্রায়শই প্রসেসিং ফি আকারে পুনরুদ্ধার করা হয়। জিরো কস্ট ইএমআই-এর ক্ষেত্রে, আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে, নো কস্ট ইএমআই-এর ক্ষেত্রে কোনও নির্ধারিত নিয়ম নেই।