DIGIPIN New Digital Address System: পিনকোডকে বিদায়, ‘ডিজিপিন’ চালু করল সরকার! কীভাবে কাজ করবে ডাক বিভাগের ‘ডিজিটাল অবতার’? জেনে নিন

Last Updated:
DIGIPIN New Digital Address System: DIGIPIN অ্যাপ চালু করল সরকার, এটা আসলে কী? এর উপকারিতাই বা কী? জেনে নিন
1/7
ইতিমধ্যেই বিশ্বে আমাদের জন্মগত পরিচয়ের ডিজিটাইজেশন হয়েছে। তাহলে আমাদের বাড়ির ঠিকানা শুধু পোস্টাল ইনডেক্স নম্বর বা পিন নম্বরেই সীমাবদ্ধ থাকবে। দেশের পুরনো সিস্টেমকে ডিজিটাইজ করার বড়সড় পদক্ষেপ গ্রহণ করতেই মূলত ভারত সরকার DIGIPIN চালু করেছে। আমাদের বাড়ির ঠিকানাকে ডিজিটাল পরিচয় দেওয়ার নতুন পন্থা হল DIGIPIN। সমগ্র দেশকে একটি ডিজিটাল গ্রিডে বিভক্ত করে এটি তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রিড আমাদের ঠিকানার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের পরিচয় দেবে।
ইতিমধ্যেই বিশ্বে আমাদের জন্মগত পরিচয়ের ডিজিটাইজেশন হয়েছে। তাহলে আমাদের বাড়ির ঠিকানা শুধু পোস্টাল ইনডেক্স নম্বর বা পিন নম্বরেই সীমাবদ্ধ থাকবে। দেশের পুরনো সিস্টেমকে ডিজিটাইজ করার বড়সড় পদক্ষেপ গ্রহণ করতেই মূলত ভারত সরকার DIGIPIN চালু করেছে। আমাদের বাড়ির ঠিকানাকে ডিজিটাল পরিচয় দেওয়ার নতুন পন্থা হল DIGIPIN। সমগ্র দেশকে একটি ডিজিটাল গ্রিডে বিভক্ত করে এটি তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রিড আমাদের ঠিকানার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের পরিচয় দেবে।
advertisement
2/7
দেশের ডেলিভারি ব্যবস্থার ক্ষেত্রে পরবর্তী সবথেকে বড় ধাপ বলে গণ্য হতে চলেছে DIGIPIN। আধার বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেমের মতোই এটা জরুরি হয়ে উঠতে পারে। আজকের প্রতিবেদনে DIGIPIN সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। আর এটা কীভাবে বাড়ির পরিচয় বদলে দেবে, সেটাও জেনে নেওয়া যাক।
দেশের ডেলিভারি ব্যবস্থার ক্ষেত্রে পরবর্তী সবথেকে বড় ধাপ বলে গণ্য হতে চলেছে DIGIPIN। আধার বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেমের মতোই এটা জরুরি হয়ে উঠতে পারে। আজকের প্রতিবেদনে DIGIPIN সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। আর এটা কীভাবে বাড়ির পরিচয় বদলে দেবে, সেটাও জেনে নেওয়া যাক।
advertisement
3/7
DIGIPIN কী? DIGIPIN হল গোটা দেশব্যাপী, ওপেন-সোর্স ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম। ডিপার্টমেন্ট অফ পোস্টস, আইআইটি হায়দরাবাদ এবং ইসরো-র অধীনস্থ এনআরএসসি-র যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। এটি সমগ্র ভারতীয় ভূখণ্ডকে প্রায় ৪ মিটার বাই ৪ মিটার গ্রিডে বিভক্ত করবে। আর প্রত্যেকটি ব্লককে একটি অনন্য ১০-অক্ষরের আলফানিউমেরিক আইডেন্টিফায়ার দিয়ে চিহ্নিত করা হবে।
DIGIPIN কী? DIGIPIN হল গোটা দেশব্যাপী, ওপেন-সোর্স ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম। ডিপার্টমেন্ট অফ পোস্টস, আইআইটি হায়দরাবাদ এবং ইসরো-র অধীনস্থ এনআরএসসি-র যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। এটি সমগ্র ভারতীয় ভূখণ্ডকে প্রায় ৪ মিটার বাই ৪ মিটার গ্রিডে বিভক্ত করবে। আর প্রত্যেকটি ব্লককে একটি অনন্য ১০-অক্ষরের আলফানিউমেরিক আইডেন্টিফায়ার দিয়ে চিহ্নিত করা হবে।
advertisement
4/7
প্রচলিত ঠিকানার তুলনায় কীভাবে আলাদা DIGIPIN? প্রচলিত ঠিকানাগুলির তুলনায় আলাদা DIGIPIN। যা পড়শি এলাকা, রাস্তার নাম এবং বাড়ির নম্বরের মতো তথ্যের উপর নির্ভরশীল। DIGIPIN-এ ব্যবহার করা হয় ১০-অক্ষরের একটি আলফানিউমেরিক কোড। যা একটি নির্দিষ্ট স্থানের ভৌগোলিক স্থানাঙ্কগুলি সঠিক ভাবে ম্যাপ করে।
প্রচলিত ঠিকানার তুলনায় কীভাবে আলাদা DIGIPIN? প্রচলিত ঠিকানাগুলির তুলনায় আলাদা DIGIPIN। যা পড়শি এলাকা, রাস্তার নাম এবং বাড়ির নম্বরের মতো তথ্যের উপর নির্ভরশীল। DIGIPIN-এ ব্যবহার করা হয় ১০-অক্ষরের একটি আলফানিউমেরিক কোড। যা একটি নির্দিষ্ট স্থানের ভৌগোলিক স্থানাঙ্কগুলি সঠিক ভাবে ম্যাপ করে।
advertisement
5/7
নিজের DIGIPIN কীভাবে পাওয়া যাবে? নিজের DIGIPIN খুঁজে বার করার জন্য ব্যবহারকারীর এমন একটি ডিভাইসের প্রয়োজন, যার মধ্যে রয়েছে GNSS ক্ষমতা। আসলে এটা সেই ব্যবহারকারীর সঠিক অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ধরবে। এগুলি থেকে একটি DIGIPIN কোড তৈরি হবে। ডিপার্টমেন্ট অফ পোস্টস এই সংক্রান্ত বিষয় নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনের উপর কাজ করছে। যার ফলে ব্যবহারকারীরা যে কোনও স্থানের DIGIPIN অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও, তারা DIGIPIN সিস্টেমের প্রোগ্রামিং কোড জনসমক্ষে প্রকাশ করার পরিকল্পনা করছে, যাতে যে কেউ DIGIPIN কোড তৈরি এবং ডিকোড করতে পারে।
নিজের DIGIPIN কীভাবে পাওয়া যাবে? নিজের DIGIPIN খুঁজে বার করার জন্য ব্যবহারকারীর এমন একটি ডিভাইসের প্রয়োজন, যার মধ্যে রয়েছে GNSS ক্ষমতা। আসলে এটা সেই ব্যবহারকারীর সঠিক অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ধরবে। এগুলি থেকে একটি DIGIPIN কোড তৈরি হবে। ডিপার্টমেন্ট অফ পোস্টস এই সংক্রান্ত বিষয় নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনের উপর কাজ করছে। যার ফলে ব্যবহারকারীরা যে কোনও স্থানের DIGIPIN অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও, তারা DIGIPIN সিস্টেমের প্রোগ্রামিং কোড জনসমক্ষে প্রকাশ করার পরিকল্পনা করছে, যাতে যে কেউ DIGIPIN কোড তৈরি এবং ডিকোড করতে পারে।
advertisement
6/7
DIGIPIN কি ব্যবহারকারীর গোপনীয়তার উপর প্রভাব ফেলে? একেবারেই না। DIGIPIN শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক কেন্দ্রের প্রতিনিধিত্ব করে। এটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, কিংবা তা প্রকাশ্যেও আনে না। ব্যবহারকারীর গোপনীয়তা সম্পূর্ণ রূপে সুরক্ষিত থাকে।
DIGIPIN কি ব্যবহারকারীর গোপনীয়তার উপর প্রভাব ফেলে? একেবারেই না। DIGIPIN শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক কেন্দ্রের প্রতিনিধিত্ব করে। এটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, কিংবা তা প্রকাশ্যেও আনে না। ব্যবহারকারীর গোপনীয়তা সম্পূর্ণ রূপে সুরক্ষিত থাকে।
advertisement
7/7
DIGIPIN কি নিরাপদ? DIGIPIN আসলে শুধুমাত্র একটি অবস্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ স্থানাঙ্ক থেকে তৈরি হয়। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের কোনও প্রয়োজন হয় না। কোডটি শুধুমাত্র লোকেশন আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের কোনও যোগ থাকে না। কিংবা তা স্টোর করাও থাকে না।
DIGIPIN কি নিরাপদ? DIGIPIN আসলে শুধুমাত্র একটি অবস্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ স্থানাঙ্ক থেকে তৈরি হয়। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের কোনও প্রয়োজন হয় না। কোডটি শুধুমাত্র লোকেশন আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের কোনও যোগ থাকে না। কিংবা তা স্টোর করাও থাকে না।
advertisement
advertisement
advertisement