Cyber Alert: ফোন থেকে এখনই ডিলিট করুন এইসব অ্যাপগুলি, নাহলে আছে বড় বিপ...! সতর্কতা জারি করল সরকার
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Cyber Alert: আসলে সাইবার অপরাধীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষকে নিশানা করে প্রতারণার ফাঁদে জড়িয়ে ফেলে। এই বিষয়ে তো আমরা ওয়াকিবহালই।
সময়ে সময়ে সাইবার অপরাধের বিপদ নিয়ে সতর্কতা জারি করতে থাকে সরকার। আসলে সাইবার অপরাধীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষকে নিশানা করে প্রতারণার ফাঁদে জড়িয়ে ফেলে। এই বিষয়ে তো আমরা ওয়াকিবহালই। বহু ক্ষেত্রে তো ব্যবহারকারীরা এই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। ফলে না জেনেবুঝেই তাঁরা নিজেদের ডিভাইসের অ্যাক্সেস দিয়ে ফেলেন। যার সুযোগ নেয় অপরাধীরা।
advertisement
সেই কারণে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের তরফে চলমান স্ক্যাম থেকে মানুষকে নিরাপদ থাকার জন্য আর্জি জানানো হয়েছে। ওই সাইটে ব্যবহারকারীদের এই পরামর্শ দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে অন্যতম হল - নিজের স্মার্টফোন থেকে নির্দিষ্ট কিছু অ্যাপ ডিলিট করতে হবে। এমনকী এই সমস্ত অ্যাপ রি-ইনস্টল করার বিষয়েও ব্যবহারকারীদের সতর্ক করেছে সংশ্লিষ্ট পোর্টালটি।
advertisement
এড়িয়ে চলতে হবে এই সমস্ত অ্যাপ: সাইবার ক্রাইম রিপোর্টিং ওয়েবসাইট কড়া ভাবে পরামর্শ দিয়ে জানিয়েছে যে, ব্যবহারকারীদের নিজেদের ফোনে কোনওরকম স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করা চলবে না। আর যাঁদের ফোনে এই অ্যাপ আগে থেকেই রয়েছে, তাঁদেরকেও অবিলম্বে তা ডিলিট করার আর্জি জানানো হয়েছে। বিশেষ করে সেই সব ব্যবহারকারীদের জন্য এই সতর্কতা, যাঁরা অজান্তেই এগুলি ইনস্টল করেছেন। এই ধরনের অ্যাপ ব্যবহার করলে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যেতে পারে।
advertisement
আর একটি অ্যাপ ইনস্টল করার সময় ব্যবহারকারীরা একাধিক পারমিশনের জন্য রিক্যুয়েস্টের মুখে পড়েন। দুর্ভাগ্যবশত এই ধরনের রিক্যুয়েস্ট এড়িয়ে গিয়ে না ভেবেচিন্তে অ্যাক্সেস দিয়ে দেন বহু ব্যবহারকারী। এতে অপরাধীরা ওটিপি এবং অন্যান্য সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পেয়ে যায়। ফলে ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে। সেই কারণে এই অ্যাপগুলি ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে পরবর্তী কালেও এগুলি ব্যবহার না করাই ভাল।
advertisement
কী কী প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত? এর পাশাপাশি নিজেদের সাইবার ক্রাইম পোর্টালে আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের প্রিভেসি সেটিংসের দিকে মনোযোগ দেওয়ার জন্যও আর্জি জানিয়েছে। সেই প্রিভেসি সেটিংস এনহ্যান্স করে ব্যবহারকারীরা নিজেদের বেশ কিছু ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য গোপন রাখতে পারবেন এবং সাইবার অপরাধীদের নিশানা থেকেও সুরক্ষিত থাকতে পারবেন।