Check Tour Partner's Phone: আপনার ‘বাবুসোনা’ কি অন্য কারোর সঙ্গে WhatsApp চুটিয়ে সময় কাটাচ্ছেন, একটা বোতামই হাতেনাতে ধরিয়ে দেবে

Last Updated:
Whatsapp Chat: আপনার সঙ্গী কি WhatsApp-এ অন্য কারও সঙ্গে বেশি কথা বলছেন? বুঝবেন কীভাবে? একটি বাটনে চাপ দিলেই হবে সমস্ত রহস্য ফাঁস
1/6
এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে WhatsApp। যখনই আমরা নিজেদের স্মার্টফোন ওপেন করি, তখন আমরা প্রথম যে জিনিসটি দেখতে পাই, সেটা হল - WhatsApp। এখন ব্যবহারকারীরা সাধারণ কলের পরিবর্তে WhatsApp কল করতে বেশি পছন্দ করেন। আর মেসেজিং-এর জনপ্রিয়তার কথা তো আর আলাদা করে বলে দিতে হয় না। Photo- Representative
এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে WhatsApp। যখনই আমরা নিজেদের স্মার্টফোন ওপেন করি, তখন আমরা প্রথম যে জিনিসটি দেখতে পাই, সেটা হল - WhatsApp। এখন ব্যবহারকারীরা সাধারণ কলের পরিবর্তে WhatsApp কল করতে বেশি পছন্দ করেন। আর মেসেজিং-এর জনপ্রিয়তার কথা তো আর আলাদা করে বলে দিতে হয় না। Photo- Representative
advertisement
2/6
যে কোনও বিষয়ে ছোট কিংবা বড় মেসেজ পাঠাতে হলে তা অবিলম্বে পাঠিয়ে দেওয়া সম্ভব। একদিনে আমরা একাধিক মানুষের সঙ্গে কথা বলি। তবে এর কিছু গোপন ফিচার নিয়ে আলোচনা করে নেওয়া যাক। ব্যবহারকারী নিজে অথবা তাঁর সঙ্গী সবথেকে বেশি কার সঙ্গে WhatsApp-এ কথা বলছেন, সেটা অনায়াসে জেনে ফেলা সম্ভব। Photo- Representative
যে কোনও বিষয়ে ছোট কিংবা বড় মেসেজ পাঠাতে হলে তা অবিলম্বে পাঠিয়ে দেওয়া সম্ভব। একদিনে আমরা একাধিক মানুষের সঙ্গে কথা বলি। তবে এর কিছু গোপন ফিচার নিয়ে আলোচনা করে নেওয়া যাক। ব্যবহারকারী নিজে অথবা তাঁর সঙ্গী সবথেকে বেশি কার সঙ্গে WhatsApp-এ কথা বলছেন, সেটা অনায়াসে জেনে ফেলা সম্ভব। Photo- Representative
advertisement
3/6
আজকাল সকলেই WhatsApp-এ নানা ধরনের গ্রুপ তৈরি করেন। যেমন - পরিবারের জন্য, বন্ধুদের জন্য, কাজের জন্য এবং স্কুল-কলেজের বন্ধুদের জন্য থাকে আলাদা আলাদা গ্রুপ। এছাড়া বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত চ্যাটে কথাবার্তাও হয়। এমন পরিস্থিতিতে কে কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলছেন, তা জানা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই জানতে চান যে, নিজের সঙ্গী কার সঙ্গে বেশি চ্যাট করছেন। আর সেটা জানার উপায় কিন্তু রয়েছে। তবে এর জন্য শুধু জানতে হবে নিজের সঙ্গীর পাসওয়ার্ড। Photo- Representative
আজকাল সকলেই WhatsApp-এ নানা ধরনের গ্রুপ তৈরি করেন। যেমন - পরিবারের জন্য, বন্ধুদের জন্য, কাজের জন্য এবং স্কুল-কলেজের বন্ধুদের জন্য থাকে আলাদা আলাদা গ্রুপ। এছাড়া বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত চ্যাটে কথাবার্তাও হয়। এমন পরিস্থিতিতে কে কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলছেন, তা জানা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই জানতে চান যে, নিজের সঙ্গী কার সঙ্গে বেশি চ্যাট করছেন। আর সেটা জানার উপায় কিন্তু রয়েছে। তবে এর জন্য শুধু জানতে হবে নিজের সঙ্গীর পাসওয়ার্ড। Photo- Representative
advertisement
4/6
আসলে সঙ্গী কার সঙ্গে বেশি চ্যাট করেন, তা জানার জন্য WhatsApp-এ একটা গোপন ফিচার রয়েছে। এর মাধ্যমে অনায়াসে জেনে নেওয়া যাবে সঙ্গী কার সঙ্গে বেশি কথা বলেন, সেই বিষয়টা। Photo- Representative
আসলে সঙ্গী কার সঙ্গে বেশি চ্যাট করেন, তা জানার জন্য WhatsApp-এ একটা গোপন ফিচার রয়েছে। এর মাধ্যমে অনায়াসে জেনে নেওয়া যাবে সঙ্গী কার সঙ্গে বেশি কথা বলেন, সেই বিষয়টা। Photo- Representative
advertisement
5/6
প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং উপরের দিকে থাকে তিনটি ডটের উপর ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে Settings-এ ক্লিক করতে হবে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্টোরেজ এবং ডেটা নামে একটি বিকল্প। এবার সেটার উপর ক্লিক করতে হবে। Photo- Representative
প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং উপরের দিকে থাকে তিনটি ডটের উপর ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে Settings-এ ক্লিক করতে হবে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্টোরেজ এবং ডেটা নামে একটি বিকল্প। এবার সেটার উপর ক্লিক করতে হবে। Photo- Representative
advertisement
6/6
এই অপশনটি ওপেন করার পরেও অনেক অপশন দেখা যাবে। সেখানে ব্যবহারকারীকে Manage Storage-এ ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনি একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। এরপর যাঁর সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়, তাঁর নামটি তালিকার একেবারে প্রথমেই জ্বলজ্বল করবে। Photo- Representative
এই অপশনটি ওপেন করার পরেও অনেক অপশন দেখা যাবে। সেখানে ব্যবহারকারীকে Manage Storage-এ ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনি একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। এরপর যাঁর সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়, তাঁর নামটি তালিকার একেবারে প্রথমেই জ্বলজ্বল করবে। Photo- Representative
advertisement
advertisement
advertisement