Cheapest Broadband Plans: দুর্দান্ত অফার! ৬০০ টাকার কমে দেখা যাবে ২২টি 0TT, ৩০০টিরও বেশি টিভি চ্যানেল! দারুণ সুযোগ দিচ্ছে এই সংস্থা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Cheapest Broadband Plans: এহেন পরিস্থিতিতে আজ আমরা এমন একটি প্ল্যানের কথা বলব, যেটি ৪০০Mbps ইন্টারনেট স্পিড দিচ্ছে। তা-ও অনেকটাই সস্তা দামে। শুধু তা-ই নয়, এই প্ল্যানে মিলবে ২২টি ওটিটি অ্যাপও।
advertisement
ওটিটি স্ট্র্রিমিং, YouTube ভিডিও অথবা লাইভ টিভি-র আসল মজা এবার থেকে ভাল ইন্টারনেট কানেকশন থাকলে নিজের মোবাইলেই উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। কম স্পিডের কারণে ভিডিও দেখতে দেখতে যেন বিনোদনের মজা নষ্ট হয়ে যায়। কারণ ভিডিওগুলি ঝাপসা হতে থাকে। ভিডিও, মুভি এবং নিউজ স্ট্রিমিং বাধাহীন ভাবে উপভোগ করতে ব্যবহারকারীদের হাতে ভাল ব্রডব্যান্ড কানেকশন থাকা আবশ্যক। আর ব্রডব্যান্ডের মার্কেটে অন্যতম বড় প্লেয়ার হল Excitel। ব্যবহারকারীদের বিনোদন মাটি হওয়ার সমস্ত উদ্বেগ দূর করে দিতে পারে এটি।
advertisement
৪০০Mbps প্ল্যান: যাঁরা গেমিং, ওটিটি স্ট্রিমিং এবং ভিডিও এডিটিং করেন, তাঁদের সব সময় হাই-স্পিড ইন্টারনেটের প্রয়োজন হয়। ফলে তাঁদের জন্য এই প্ল্যানটি একেবারেই উপযুক্ত। Excitel এই দুর্দান্ত প্ল্যানটি চালু করেছে মাসিক মাত্র ৭৩৪ টাকায়। ৪০০Mbps স্পিডের সঙ্গে গ্রাহকরা কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মের অ্যাক্সেস পেয়ে যাবেন। এর মধ্যে অন্যতম হল Disney+ Hotstar, Zee5 এবং SonyLiv। শুধু তা-ই নয়, StarPlus HD, Sony HD এবং Colors HD-র মতো টিভি চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন তাঁরা। তবে মনে রাখতে হবে যে, মাসিক ফি-এর উপর আবার চাপানো হবে GST।
advertisement
Excitel-এর ২০০Mbps প্ল্যান: যাঁরা কম দামে হাই-স্পিড কানেক্টিভিটির সন্ধান করছেন, তাঁদের জন্য ভাল বিকল্প হতে পারে ২০০Mbps প্ল্যান। এর মূল্য পড়বে মাসিক ৫৫৪ টাকা। এই প্ল্যানটির অধীনে গ্রাহকরা ZEE TV, Sony Entertainment, StarPlu এবং ৩০০টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। Excitel-এর কেবিল কাটার প্ল্যানের সাহায্যে গ্রাহকরা একাধিক ওটিটি সাবস্ক্রিপশন ছাড়াই খবরের চ্যানেলও উপভোগ করতে পারবেন।
advertisement
Excitel-এর OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত: Excitel একাধিক সাশ্রয়ী প্ল্যান দিচ্ছে নিজের গ্রাহকদের। প্রত্যেক মাসে যাঁরা একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের টাকা গুনে গুনে বিরক্ত, তাঁদের এখন আর উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সংস্থাটি একটি দারুণ প্ল্যান এনেছে। যার মধ্যে রয়েছে ১৮টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম এবং ৩০০টিরও বেশি টিভি চ্যানেলের অ্যাক্সেস। আর সঙ্গে মিলবে হাই-স্পিড ইন্টারনেটও।