সুখবর! ঝড় বিধ্বস্ত এলাকার গ্রাহকরা এবার যে কোনও মোবাইলে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ঝড় বিধ্বস্ত এলাকায় ইন্ট্রা সার্কেল রোমিং পরিষেবা, এর জন্য আলাদা করে গ্রাহককে কোনও খরচ করতে হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
ধরা যাক যদি কোনও BSNL-এর গ্রাহকের এলাকায় BSNL-এর নেটওয়ার্ক নেই। কিন্তু JIO-র নেটওয়ার্ক রয়েছে। এক্ষেত্রে, ফোনের সেটিংসে গিয়ে Mobile Network-এ ক্লিক করুন। Manually Network সার্চ করে অন্য যে নেটওয়ার্ক পাচ্ছেন, সেটা বাছাই করুন। ব্যাস, আপনার মোবাইলে টাওয়ার চলে আসবে। কথা বলতে পারবেন। ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
advertisement
এই পদ্ধতিকে বলে ইন্ট্রা সার্কেল রোমিং। তাই রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল একসঙ্গে এই ইন্ট্রা সার্কেল রোমিং পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় এই সুবিধা মিলবে। ভয়েস কল, ইন্টারনেট সবকিছুই করা যাবে। এর জন্য আলাদা করে গ্রাহককে কোনও খরচ করতে হবে না।
advertisement