গাড়ি থাকবে নতুনের মতো ঝকঝকে; শুধু ধোয়া-মোছার সময়ে এই ভুলগুলো করবেন না
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Car Cleaning Tips: কিছু টিপস জেনে নিন যার সাহায্যে ঘরেই গাড়িটিকে একেবারে নতুনের মতো করে তুলতে পারবেন
গাড়ি আমাদের অনেক গৃহস্থের কাছেই স্বপ্নের সামগ্রী। তাই গাড়ির যত্ন নিতে আমরা ভুলি না। তবে অনেক সময়েই কাজের চাপে আমাদের গাড়ি পরিষ্কার করা হয় না বা এতে গাড়ি অতিরিক্ত নোংরা হয়ে যায়। এমন পরিস্থিতিতে অনেকেই গাড়ি পরিষ্কার করতে দামি ডিটারজেন্টের সাহায্য নেন।
advertisement
তবে ইচ্ছা করলে ডিটারজেন্টের পরিবর্তে আমরা অন্য পদ্ধতি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে গাড়ি পরিষ্কার করতে পারি, এতে গাড়ি পরিস্কারের জন্য অনেক টাকাও বেঁচে যায়। কেন না, সার্ভিস সেন্টারে গাড়ি পরিষ্কার করতে যাওয়ার অর্থ প্রচুর টাকা ব্যয়।
advertisement
এবারে তাহলে আমরা কিছু টিপস জেনে নিই যার সাহায্যে ঘরেই গাড়িটিকে একেবারে নতুনের মতো করে তুলতে পারব।
advertisement
পাইপ দিয়ে গাড়ি ধোয়া- অনেকেই গাড়ি ধোয়ার সময় বালতি ও মগ ব্যবহার করেন। যার কারণে গাড়ির কোণায় জমে থাকা ময়লা পুরোপুরি পরিষ্কার হয় না। এই ক্ষেত্রে গাড়ি ধোয়ার জন্য একটি প্রেসার পাইপ ব্যবহার করা যেতে পারে। এতে গাড়ি সহজেই পরিষ্কার হবে।
advertisement
গাড়ির গ্লাস পরিষ্কার- গাড়ি ধোয়ার সময় জানালা ঠিকমতো লক করে রাখা উচিত। এতে গাড়ির ভেতরে জল যাবে না এবং গাড়ির সিটও নিরাপদ থাকবে। সেই সঙ্গে গাড়ির গ্লাস পরিষ্কার করতে খবরের কাগজের সাহায্য নেওয়া যেতে পারে। খবরের কাগজ দিয়ে কাচ পরিস্কার করলে কাচ নতুনের মতো ঝকমক করে। এতে গাড়ির গ্লাসে আঁচড়ের দাগও হয় না।
advertisement
শ্যাম্পু ব্যবহার- গাড়ি ধোয়ার জন্য ডিটারজেন্টের পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করাই ভাল। এই ক্ষেত্রে, শ্যাম্পু দিয়ে গাড়ি ধুয়ে ফেলার পর তারপরে একটি সুতির শুকনো কাপড় দিয়ে গাড়িটি মুছে নেওয়া উচিত। তবে সুতির কাপড়ের পরিবর্তে ফাইবার বা বেবি ওয়াইপ দিয়েও গাড়ি মোছা যেতে পারে।
advertisement
রোদে গাড়ি না ধোওয়া: অনেকেই কড়া রোদের মধ্যেই গাড়ি ধোয়া শুরু করেন। যার কারণে গাড়ির রঙ বিবর্ণ হয়ে যায়। এর জন্য ছায়া রয়েছে এমন যে কোনও স্থানে পার্কিং করে গাড়ি ধোয়া ভাল। তাছাড়া রোদ এড়াতে সকালে বা এমনকী সন্ধ্যায়ও গাড়ি ধোওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে গাড়ি ধোয়ার সময় যেন গাড়ি গরম না থাকে।
advertisement
ভিতর থেকে গাড়ি পরিষ্কার করার টিপস- কেউ কেউ বাইরে থেকে গাড়ি ধোয়ার পর ভিতরের অংশ পরিষ্কার করতে ভুলে যান। যার কারণে গাড়ির সিটে ছত্রাক জন্মে যায়। তাই প্রতিবার গাড়ি ধোয়ার পর একটি নরম ব্রাশ দিয়ে গাড়ির সিট, লেগস্পেস, স্টিয়ারিং, ড্যাশবোর্ড এবং এয়ার কন্ডিশনার পরিষ্কার করা উচিত। তাতেই সাধের গাড়ি আমাদের নতুনের মতো উজ্জ্বল হয়ে উঠবে।