Jio-কে টেক্কা দিতে 777 টাকার প্ল্যানে 500 GB ডেটা দিচ্ছে BSNL

Last Updated:
io Fiber এর সাথে টেক্কা দিতেই 777 টাকার প্ল্যান ফিরিয়ে এনেছে BSNL।
1/5
Reliance Jio GigaFiber-এর ঘোষণার পরেই নিজের মার্কেট আর গ্রাহক ধরে রাখতে নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে BSNL। ব্রড ব্যান্ডের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL।
Reliance Jio GigaFiber-এর ঘোষণার পরেই নিজের মার্কেট আর গ্রাহক ধরে রাখতে নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে BSNL। ব্রড ব্যান্ডের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL।
advertisement
2/5
কয়েক মাস আগে  777 টাকা প্ল্যান বন্ধ করে 849 টাকা প্ল্যান লঞ্চ করেছিল BSNL, কিন্তু Jio Fiber লঞ্চ হতেই ফের নতুন করে সাজিয়ে আবার 777 টাকা ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL।
কয়েক মাস আগে 777 টাকা প্ল্যান বন্ধ করে 849 টাকা প্ল্যান লঞ্চ করেছিল BSNL, কিন্তু Jio Fiber লঞ্চ হতেই ফের নতুন করে সাজিয়ে আবার 777 টাকা ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL।
advertisement
3/5
777 টাকা ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে 50 Mbps স্পিডে মাসে 500 GB ডেটা ব্যবহার করা যাবে প্রতি মাসে।  মাসিক ডেটার পরিমান শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 2Mbps হয়ে যাবে।
777 টাকা ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে 50 Mbps স্পিডে মাসে 500 GB ডেটা ব্যবহার করা যাবে প্রতি মাসে। মাসিক ডেটার পরিমান শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 2Mbps হয়ে যাবে।
advertisement
4/5
এর সঙ্গে থাকছে ল্যান্ডলাইন ফোন যাতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং-এর সুবিধা।
এর সঙ্গে থাকছে ল্যান্ডলাইন ফোন যাতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং-এর সুবিধা।
advertisement
5/5
Jio Fiber এর সাথে টেক্কা দিতেই 777 টাকা প্ল্যান সীমিত সময়ের জন্য ফিরিয়ে এনেছে BSNL। Jio Fiber এর বেসিক প্ল্যান ব্যবহারে মাসে 699 টাকা খরচ হবে। এই প্ল্যানে 100 Mbps স্পিডে মাসে 100 GB ডেটা ব্যবহার করা যাবে। প্রথম ছয় মাস এর সাথে অতিরিক্ত 50GB ডেটা বিনামূল্যে পাওয়া যাবে।
Jio Fiber এর সাথে টেক্কা দিতেই 777 টাকা প্ল্যান সীমিত সময়ের জন্য ফিরিয়ে এনেছে BSNL। Jio Fiber এর বেসিক প্ল্যান ব্যবহারে মাসে 699 টাকা খরচ হবে। এই প্ল্যানে 100 Mbps স্পিডে মাসে 100 GB ডেটা ব্যবহার করা যাবে। প্রথম ছয় মাস এর সাথে অতিরিক্ত 50GB ডেটা বিনামূল্যে পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement