security camera: থাকবে না চুরির ভয়, বাড়বে বাড়ির নিরাপত্তা! কম দামেই পেয়ে যাবেন হোম সিকিউরিটি ক্যামেরা

Last Updated:
বাজারে এমন কিছু Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা রয়েছে, যার দাম খুব বেশি নয়। এখন ৩,০০০ টাকার কম দামেই ভাল Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা পাওয়া যাচ্ছে।
1/7
 বর্তমানে চুরির ঘটনা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আজকাল ছোট শহরগুলোতে চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে নিজেদের ঘর ও বাড়ি সুরক্ষিত রাখা সকলের কাছেই একটি চিন্তার বিষয়। বিশেষ করে যাঁরা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, তাঁদের মাথায় আরও বেশি চিন্তা থাকে নিজেদের বাড়ি সুরক্ষিত রাখার। কিন্তু, এখনকার ডিজিটাল যুগে প্রায় সবকিছুরই সমাধান রয়েছে। এখন Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা খুবই কম দামে পাওয়া যায়।
বর্তমানে চুরির ঘটনা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আজকাল ছোট শহরগুলোতে চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে নিজেদের ঘর ও বাড়ি সুরক্ষিত রাখা সকলের কাছেই একটি চিন্তার বিষয়। বিশেষ করে যাঁরা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, তাঁদের মাথায় আরও বেশি চিন্তা থাকে নিজেদের বাড়ি সুরক্ষিত রাখার। কিন্তু, এখনকার ডিজিটাল যুগে প্রায় সবকিছুরই সমাধান রয়েছে। এখন Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা খুবই কম দামে পাওয়া যায়।
advertisement
2/7
সবথেকে গুরুত্বপূর্ণ হল, ঘরে এসব সিকিউরিটি ক্যামেরা বসানোর পর দূরে বসেও ঘরের ওপর নজরদারি করা সম্ভব। সুতরাং চুরির কথা চিন্তা না করে, নিজেদের বাড়িতে এমন আধুনিক Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা লাগানো যেতেই পারে। বাজারে এমন কিছু Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা রয়েছে, যার দাম খুব বেশি নয়। এখন ৩,০০০ টাকার কম দামেই ভাল Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
সবথেকে গুরুত্বপূর্ণ হল, ঘরে এসব সিকিউরিটি ক্যামেরা বসানোর পর দূরে বসেও ঘরের ওপর নজরদারি করা সম্ভব। সুতরাং চুরির কথা চিন্তা না করে, নিজেদের বাড়িতে এমন আধুনিক Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা লাগানো যেতেই পারে। বাজারে এমন কিছু Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা রয়েছে, যার দাম খুব বেশি নয়। এখন ৩,০০০ টাকার কম দামেই ভাল Wi-Fi কানেক্টিভিটি সহ স্মার্ট সিকিউরিটি ক্যামেরা পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/7
CP PLUS Intelligent Home PT Camera -  গ্রাহকরা বর্তমানে এই স্মার্ট ক্যামেরাটি ২২৪৫ টাকায় কিনতে পারবেন। এতে, গ্রাহকরা ৩৬০ ডিগ্রি ভিউ, মোশন ডিটেকশন, টু-ওয়ে কমিউনিকেশন এবং প্যান-টিল্ট অপশনের মতো ফিচার পাবেন।
CP PLUS Intelligent Home PT Camera - গ্রাহকরা বর্তমানে এই স্মার্ট ক্যামেরাটি ২২৪৫ টাকায় কিনতে পারবেন। এতে, গ্রাহকরা ৩৬০ ডিগ্রি ভিউ, মোশন ডিটেকশন, টু-ওয়ে কমিউনিকেশন এবং প্যান-টিল্ট অপশনের মতো ফিচার পাবেন।
advertisement
4/7
Kent Cam CamEye HomeCam 360 Security Camera -  গ্রাহকরা এই হোম সিকিউরিটি ক্যামেরাটি Flipkart থেকে ২৫৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ১৪৪০ ঘণ্টা পর্যন্ত রেকর্ড টাইম, নাইট ভিশন ফিচার, ৩৬০ ডিগ্রি ভিউ, AI মোশন ডিটেকশন এবং ওয়াই-ফাই কানেক্টিভিটির মতো ফিচার রয়েছে।
Kent Cam CamEye HomeCam 360 Security Camera - গ্রাহকরা এই হোম সিকিউরিটি ক্যামেরাটি Flipkart থেকে ২৫৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ১৪৪০ ঘণ্টা পর্যন্ত রেকর্ড টাইম, নাইট ভিশন ফিচার, ৩৬০ ডিগ্রি ভিউ, AI মোশন ডিটেকশন এবং ওয়াই-ফাই কানেক্টিভিটির মতো ফিচার রয়েছে।
advertisement
5/7
Realme Smart Cam 360° -  গ্রাহকরা এটি কোম্পানির ওয়েবসাইট থেকে ২৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই সিকিউরিটি ক্যামেরাতে ৩৬০ ডিগ্রি ভিউ, AI মোশন ডিটেকশন, ১০৮০p ভিডিও রেকর্ডিং এবং টু-ওয়ে কমিউনিকেশনের মতো ফিচার রয়েছে।
Realme Smart Cam 360° - গ্রাহকরা এটি কোম্পানির ওয়েবসাইট থেকে ২৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই সিকিউরিটি ক্যামেরাতে ৩৬০ ডিগ্রি ভিউ, AI মোশন ডিটেকশন, ১০৮০p ভিডিও রেকর্ডিং এবং টু-ওয়ে কমিউনিকেশনের মতো ফিচার রয়েছে।
advertisement
6/7
TP-Link Tapo 360° 2MP 1080p Full HD Camera -  গ্রাহকরা ২২৯৯ টাকায় Amazon থেকে এই ক্যামেরাটি কিনতে পারবেন। এই ক্যামেরায় অ্যালেক্সা সাপোর্ট, টু-ওয়ে অডিও, নাইট ভিশন, মোশন ডিটেকশন, সাউন্ড এবং লাইট অ্যালার্মের মতো ফিচার রয়েছে।
TP-Link Tapo 360° 2MP 1080p Full HD Camera - গ্রাহকরা ২২৯৯ টাকায় Amazon থেকে এই ক্যামেরাটি কিনতে পারবেন। এই ক্যামেরায় অ্যালেক্সা সাপোর্ট, টু-ওয়ে অডিও, নাইট ভিশন, মোশন ডিটেকশন, সাউন্ড এবং লাইট অ্যালার্মের মতো ফিচার রয়েছে।
advertisement
7/7
Xiaomi 360° Home Security Camera 1080p 2i -  গ্রাহকরা এই ক্যামেরাটি কোম্পানির ওয়েবসাইট থেকে ২৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ক্যামেরাতে ৩৬০ ডিগ্রি প্যান-টিল্ট জুম, নাইট ভিশন, স্মার্ট ভয়েস কন্ট্রোল এবং টু-ওয়ে রিয়েল টাইম কলের মতো ফিচার রয়েছে।
Xiaomi 360° Home Security Camera 1080p 2i - গ্রাহকরা এই ক্যামেরাটি কোম্পানির ওয়েবসাইট থেকে ২৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ক্যামেরাতে ৩৬০ ডিগ্রি প্যান-টিল্ট জুম, নাইট ভিশন, স্মার্ট ভয়েস কন্ট্রোল এবং টু-ওয়ে রিয়েল টাইম কলের মতো ফিচার রয়েছে।
advertisement
advertisement
advertisement