বাজারে এখন অনেক ফোন। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিষেবা দেওয়া বহু কোম্পানির সংখ্যা। আলোচনা এখন একটাই- কে কাকে টেক্কা দিয়ে বাজার দখল করবে। তার জন্য প্রতিনিয়ত চলছে সমীক্ষা। পাশাপাশি প্রতিযোগিতা। তবে পরিষেবা দেওয়ার এই প্রতিযোগিতায় অফারের শেষ নেই। রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন আইডিয়া (Vi), এয়ারটেল (Airtel)- বর্তমান ফোনের বাজারে এই কোম্পানিগুলিই এখন আলোচিত বিষয়।
তবে সঠিক নির্বাচন করতে হবে গ্রাহকদেরই। প্রত্যেক কোম্পানিই তাদের বাজার ধরে রাখতে নিত্যনতুন অফার আনছে প্রতিনিয়ত। সম্প্রতি কয়েকদিন আগেই অন্যদের টেক্কা দিয়ে বাজার দখল করতে গ্রাহকদের জন্য এক দারুণ অফার নিয়ে এসেছে এয়ারটেল কোম্পানি। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী সেই অফার, যা যে কোনও গ্রাহককেই আকর্ষণ করবে এক নিমেষে। প্রতীকী ছবি।
জানা গিয়েছে, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম অফারের দাম মাত্র ১৪৯ টাকা। ইতিমধ্যেই এয়ারটেল (Airtel) কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, মাত্র ১৪৯ টাকা দিয়ে এই অফারটি নিলে গ্রাহকরা একবার কিংবা দু'বার নয়, ১৫ বার ওটিটি (OTT) ব্যবহার করতে পারবেন। এমনকী শুধুমাত্র সাধের অ্যান্ড্রয়েড ফোনেই নয়, এই পরিষেবাটি যে কোনও গ্রাহক তাঁদের ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার, এছাড়াও তাঁদের বাড়িতে ব্যবহৃত টেলিভিশনেও এই পরিষেবা পাবেন পাবেন বলে জানানো হয়েছে এয়ারটেলের পক্ষ থেকে। প্রতীকী ছবি।
ইতিমধ্যেই এয়ারটেল কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক এয়ারটেল গ্রাহককে এই দারুণ এই অফারটি বেছে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এয়ারটেল কোম্পানি থেকে দেওয়া এক্সট্রিম প্রিমিয়াম অফারটি যে একচেটিয়া বাজার দখল করবে সে বিষয়েও আশাবাদী কোম্পানির কর্মকর্তারা। নতুন এই অফারের জন্য এক ধাক্কায় অনেকটাই বাকি কোম্পানিদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারে এয়ারটেল। এছাড়াও যে কোনও গ্রাহকের ক্ষেত্রে এই অফারটি বেশ লাভজনক বলে ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। প্রতীকী ছবি।
এই অফারটি (Airtel) একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা। এটি ব্যবহার করলে গ্রাহকরা দেশের মধ্যে ১৫টি ভাষায় এবং পৃথিবীর একাধিক ভাষায় ওটিটি ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। শুধুমাত্র ১৪৯ টাকায় নয়, গ্রাহকরা চাইলে এই অফারটির বার্ষিক সাবসক্রিপশনও করতে পারেন। তার জন্য ওই গ্রাহককে বছরে মাত্র খরচ করতে হবে ১৪৯৯ টাকা। আর তাতেই বছরভর মিলবে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম পরিসেবা। প্রতীকী ছবি।
পরিষেবাটি চালু রাখার জন্য যে কোনও গ্রাহককে তাঁর আন্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে প্রথমে এয়ারটেল (Airtel) এক্সট্রিম প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ চালু থাকলেই গ্রাহকরা তাঁদের প্রিয় টিভি চ্যানেলের প্রিয় অনুষ্ঠানটি লাইভ অর্থাৎ সরাসরি দেখতে পাবেন। তাহলে আর দেরি কেন। দুর্দান্ত এই অফারটি নিতে এবং আরও বিস্তারিত জানতে এয়ারটেলের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে! প্রতীকী ছবি।