Airtel Recharge Plan: Airtel-এর সবচেয়ে সস্তার আনলিমিটেড প্ল্যান, ২১ দিন কথা বলুন প্রাণভরে, সঙ্গে আরও একগুচ্ছ সুযোগ-সুবিধা

Last Updated:
Airtel Recharge Plan: গ্রাহকদের কথা মাথায় রেখেই একটি নতুন এবং সস্তার প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে ভারতীয় টেলিকম সংস্থা Airtel। আর অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে, এই প্ল্যানের মূল্য মাত্র ১৮৯ টাকা
1/5
অনেকেই এমন প্রিপেড প্ল্যানের সন্ধান করেন, যেখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। অথচ খুব বেশি ডেটা অথবা অ্যাড-অন বেনিফিটের প্রয়োজন থাকে না। আর যাঁরা এই প্ল্যান নিতে চান, তাঁদের জন্য সেই সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে Airtel। যাঁরা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন এবং বাজেটের মধ্যে থেকে কলিংয়ের সুবিধা পেতে চান, তাঁদের জন্য এই প্ল্যান ভীষণই উপকারী। বলে রাখা ভাল যে, গ্রাহকদের কথা মাথায় রেখেই একটি নতুন এবং সস্তার প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে ভারতীয় টেলিকম সংস্থা Airtel। আর অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে, এই প্ল্যানের মূল্য মাত্র ১৮৯ টাকা।
অনেকেই এমন প্রিপেড প্ল্যানের সন্ধান করেন, যেখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। অথচ খুব বেশি ডেটা অথবা অ্যাড-অন বেনিফিটের প্রয়োজন থাকে না। আর যাঁরা এই প্ল্যান নিতে চান, তাঁদের জন্য সেই সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে Airtel। যাঁরা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন এবং বাজেটের মধ্যে থেকে কলিংয়ের সুবিধা পেতে চান, তাঁদের জন্য এই প্ল্যান ভীষণই উপকারী। বলে রাখা ভাল যে, গ্রাহকদের কথা মাথায় রেখেই একটি নতুন এবং সস্তার প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে ভারতীয় টেলিকম সংস্থা Airtel। আর অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে, এই প্ল্যানের মূল্য মাত্র ১৮৯ টাকা।
advertisement
2/5
১৮৯ টাকার Airtel-এর Prepaid Plans-এর আওতায় গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের বেনিফিট। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২১ দিনের। এর পাশাপাশি এই প্ল্যানে মিলবে ১ জিবি ডেটার সুবিধাও। যার ভ্যালিডিটিও থাকবে পুরো ২১ দিনের জন্য। এছাড়াও গ্রাহকরা এই প্ল্যানের আওতায় মোট ৩০০টি এসএমএস বিনামূল্যে পেয়ে যাবেন। যদিও দৈনিক শুধুমাত্র ১০০টি এসএমএস-এরই লিমিট রয়েছে এই প্ল্যানে।
১৮৯ টাকার Airtel-এর Prepaid Plans-এর আওতায় গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের বেনিফিট। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২১ দিনের। এর পাশাপাশি এই প্ল্যানে মিলবে ১ জিবি ডেটার সুবিধাও। যার ভ্যালিডিটিও থাকবে পুরো ২১ দিনের জন্য। এছাড়াও গ্রাহকরা এই প্ল্যানের আওতায় মোট ৩০০টি এসএমএস বিনামূল্যে পেয়ে যাবেন। যদিও দৈনিক শুধুমাত্র ১০০টি এসএমএস-এরই লিমিট রয়েছে এই প্ল্যানে।
advertisement
3/5
যেসব গ্রাহকের বেশি ইন্টারনেটের প্রয়োজন নেই, শুধুমাত্র বেসিক কলিং এবং মেসেজিংয়ের প্রয়োজন রয়েছে, তাঁদের জন্যই বিশেষ ভাবে উপযোগী Airtel-এর এই বিশেষ প্ল্যান। আর এটা বলাও ভুল হবে না যে, বয়স্ক গ্রাহক অথবা সিনিয়র সিটিজেনদের জন্য এই প্ল্যান একেবারে আদর্শ। কারণ তাঁরা স্মার্টফোন কম ব্যবহার করেন। আর ইন্টারনেটের খুব একটা প্রয়োজন তাঁদের থাকে না। শুধুমাত্র কলিংয়ের জন্যই স্মার্টফোন ব্যবহার করেন।
যেসব গ্রাহকের বেশি ইন্টারনেটের প্রয়োজন নেই, শুধুমাত্র বেসিক কলিং এবং মেসেজিংয়ের প্রয়োজন রয়েছে, তাঁদের জন্যই বিশেষ ভাবে উপযোগী Airtel-এর এই বিশেষ প্ল্যান। আর এটা বলাও ভুল হবে না যে, বয়স্ক গ্রাহক অথবা সিনিয়র সিটিজেনদের জন্য এই প্ল্যান একেবারে আদর্শ। কারণ তাঁরা স্মার্টফোন কম ব্যবহার করেন। আর ইন্টারনেটের খুব একটা প্রয়োজন তাঁদের থাকে না। শুধুমাত্র কলিংয়ের জন্যই স্মার্টফোন ব্যবহার করেন।
advertisement
4/5
এই প্ল্যানগুলিও দুর্ধর্ষ: এই প্ল্যানটির পাশাপাশি সম্প্রতি ওই সংস্থার তরফে চালু করা হয়েছে ৩টি নতুন ওটিটি বান্ডেল প্ল্যানও। যার দাম ২৭৯ টাকা, ৫৯৮ টাকা এবং ১৭২৯ টাকা। আসলে বর্তমানে ওটিটি জ্বরে কাবু বর্তমান প্রজন্ম। অবসরযাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এটি। তাই Airtel-এর এই সমস্ত রিচার্জ প্ল্যান নিলে গ্রাহকরা পেয়ে যাবেন ইন্টারনেট অথবা কলিংয়ের সুবিধা।
এই প্ল্যানগুলিও দুর্ধর্ষ: এই প্ল্যানটির পাশাপাশি সম্প্রতি ওই সংস্থার তরফে চালু করা হয়েছে ৩টি নতুন ওটিটি বান্ডেল প্ল্যানও। যার দাম ২৭৯ টাকা, ৫৯৮ টাকা এবং ১৭২৯ টাকা। আসলে বর্তমানে ওটিটি জ্বরে কাবু বর্তমান প্রজন্ম। অবসরযাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এটি। তাই Airtel-এর এই সমস্ত রিচার্জ প্ল্যান নিলে গ্রাহকরা পেয়ে যাবেন ইন্টারনেট অথবা কলিংয়ের সুবিধা।
advertisement
5/5
শুধু তা-ই নয়, সেই সঙ্গে তাঁরা পেয়ে যাবেন ২৫টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। এর মধ্যে অন্যতম হল - Netflix, JioCinema, Zee5, SonyLiv, Lionsgate Play, AHA, SunNXT, Hoichoi, Eros Now এবং ShemarooMe। যার অর্থ হল, একটিমাত্র রিচার্জ বা সিঙ্গেল রিচার্জেই গ্রাহকরা বিনোদনের সমস্ত আনন্দ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
শুধু তা-ই নয়, সেই সঙ্গে তাঁরা পেয়ে যাবেন ২৫টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। এর মধ্যে অন্যতম হল - Netflix, JioCinema, Zee5, SonyLiv, Lionsgate Play, AHA, SunNXT, Hoichoi, Eros Now এবং ShemarooMe। যার অর্থ হল, একটিমাত্র রিচার্জ বা সিঙ্গেল রিচার্জেই গ্রাহকরা বিনোদনের সমস্ত আনন্দ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
advertisement
advertisement
advertisement