AC Risks: সারারাত কি এসি চালিয়ে ঘুমাচ্ছেন? ভয়ের কথা শোনালেন বিশেষজ্ঞ! মানুন শুধু এই ৫ ট্রিকস! শরীর থাকবে সুস্থ, কম আসবে বিদ্যুতের বিলও
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC Risks: সারারাত এসি না চালালে বিদ্যুৎ বিল তো কমবে বটেই, পাশাপাশি শারীরিক সমস্যার ঝুঁকি এড়াতে পারবেন। লাং ইনস্টিটিউটের হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিরেক্টর ক্রিস্টিন কিংসলে এই বিষয়ে ব্যাখ্যা করেন।
advertisement
advertisement
অতিরিক্ত কম তাপমাত্রা সেট করা চলবে না: অনেকেই একটা বড় ভুল করেন। আর সেটা হল- ঘরের এসি-র তাপমাত্রা তাঁরা ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখেন। তাপদাহের মধ্যে তা আরাম কিংবা স্বস্তি দেয় ঠিকই, কিন্তু ঘুমোনোর সময় তা ব্যবহারকারীর দেহে টেম্পারেচার শক তৈরি করতে পারে। আদর্শ স্লিপ টেম্পারেচার হল ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এতে আরামও মেলে। আর এনার্জি কনজাম্পশনও অনেকটাই কমে যায়।
advertisement
টাইমার অথবা স্লিপ মোড ব্যবহার না করা: বহু আধুনিক এসি-তেই স্লিপ মোড অথবা টাইমার সেটিংস থাকে। কিন্তু ব্যবহারকারীরা সেটিকে কাজে লাগান না। এসি তো প্রচুর দাম দিয়ে কেনা হচ্ছে, তাহলে এর সেরা ফিচারগুলিকে কাজেও লাগাতে হবে। এই ফিচার নিজে নিজেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সারা রাত ধরে। অতিরিক্ত ঠান্ডা হতে পারে না ঘর। আর বিদ্যুৎও সাশ্রয় হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
রুম ইনস্যুলেশনের ক্ষেত্রে অবহেলা:দুর্বল তাপ নিরোধক রয়েছে, এমন ঘরে এসি ব্যবহার করলে শক্তির অপচয় হয়। ঘরের দরজা এবং জানলা বন্ধ করা কি না, সেটা দেখা নিতে হবে। রোদের তাপ ঘরে যাতে না আসে, তার জন্য পর্দা ব্যবহার করতে হবে। এতে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া খেলবে এবং এসি-র উপর চাপ পড়বে না। এর পাশাপাশি হাওয়া খেলার জন্য ঘরে হালকা করে সিলিং ফ্যান চালিয়ে রাখতে হবে।