WPL 2024 Champion RCB: মহিলা আইপিএল জিতে কত টাকা পেল আরসিবি, দিল্লির ভাগ্যে জুটল কত, জেনে নিন বিস্তারিত

Last Updated:
WPL 2024 Prize Money: উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম বছর এই প্রতিযোগিতা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় বছর ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
1/5
উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম বছর এই প্রতিযোগিতা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় বছর ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি সৌ: আরসিবি এক্স)
উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম বছর এই প্রতিযোগিতা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় বছর ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি সৌ: আরসিবি এক্স)
advertisement
2/5
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যা দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার ৪৪ ও মেগ ল্যানিংয়ের ২৩ রান ছাড়া কেউ বড় স্কোর করতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যা দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার ৪৪ ও মেগ ল্যানিংয়ের ২৩ রান ছাড়া কেউ বড় স্কোর করতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
advertisement
3/5
রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ জয় পায় আরসিবি। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫, সোফি ডিভাইন ৩২, স্মৃতি মন্ধনা ৩১ ও রিচা ঘোষ ১৭ রান করেন। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ জয় পায় আরসিবি। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫, সোফি ডিভাইন ৩২, স্মৃতি মন্ধনা ৩১ ও রিচা ঘোষ ১৭ রান করেন। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
advertisement
4/5
এই জয়ের পর চ্যাম্পিয়ন আরসিবি দল কত টাকা পেল তা নিয়ে কৌতুহল থাকে সকল ক্রিকেট প্রেমিদের। গতবারের থেকে আর্থিক পুরস্কারে কোনও পরিবর্তন করেন বিসিসিআই। জয়ী দল পেয়েছে ৬ কোটি ও রানার্স দল ৩ কোটি। (ছবি সৌ: আরসিবি এক্স)
এই জয়ের পর চ্যাম্পিয়ন আরসিবি দল কত টাকা পেল তা নিয়ে কৌতুহল থাকে সকল ক্রিকেট প্রেমিদের। গতবারের থেকে আর্থিক পুরস্কারে কোনও পরিবর্তন করেন বিসিসিআই। জয়ী দল পেয়েছে ৬ কোটি ও রানার্স দল ৩ কোটি। (ছবি সৌ: আরসিবি এক্স)
advertisement
5/5
এছাড়া ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে আরসিবির শ্রেয়ঙ্কা পাটিল ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। আরসিবির এলিস পেরি ৩৪৭ রান করেঅরেঞ্জ ক্যাপ পেয়েছেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্লেয়ার হয়েছে ইউপির দীপ্তি শর্মা। সকলেই পেয়েছেন ৫ লক্ষ টাকা করে। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
এছাড়া ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে আরসিবির শ্রেয়ঙ্কা পাটিল ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। আরসিবির এলিস পেরি ৩৪৭ রান করেঅরেঞ্জ ক্যাপ পেয়েছেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্লেয়ার হয়েছে ইউপির দীপ্তি শর্মা। সকলেই পেয়েছেন ৫ লক্ষ টাকা করে। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
advertisement
advertisement
advertisement