Pakistan: নেট রান রেটে অনেকটাই পিছিয়ে; সেমি-ফাইনাল কি অধরাই থাকবে পাক দলের?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
World Cup 2023 semi final scenario: পাক ক্রিকেট দলের সেমি-ফাইনালের আশা খুবই ক্ষীণ!
advertisement
ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্ধর্ষ খেলা দেখা গিয়েছে। ভারত পরপর আটটি ম্যাচে জিতে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। আফগানিস্তানের পারফরম্যান্সও কিন্তু দেখার মতো! সবথেকে বড় কথা হল, আইসিসি ওডিআই বিশ্বকাপে ভারতই হল প্রথম দল, যারা সবার আগে সেমি-ফাইনালে পৌঁছেছে। আর দক্ষিণ আফ্রিকা হল সেমি ফাইনালে পৌঁছনো দ্বিতীয় দল। Photo Courtesy: Pakistan Cricket/X
advertisement
আসলে পাকিস্তান পর পর চারটি ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। যার ফলে তাদের সেমি-ফাইনালের আশা অনেকটাই নিভে গিয়েছে। আসলে নেট রান রেটের নিরিখে নিউজিল্যান্ড পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে শুধু জয় আনলেই যে পাকিস্তান সেমি-ফাইনালে পৌঁছে যাবে, এমনটা একেবারেই নয়। Photo Courtesy: Pakistan Cricket/X
advertisement
বর্তমানে পাকিস্তানের নেট রান রেট হল ০.০৩৬। সেখানে ০.৩৯৮ নেট রান রেট-সহ অনেকটাই এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। ফলে এই মুহূর্তে পাকিস্তানের সেমি-ফাইনালে ওঠার আশা প্রায় নেই বললেই চলে। কারণ নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার ১ রানেও জিতত, তাহলেও পাকিস্তানকে জিততে হত ১৩০ রানে। Photo Courtesy: Pakistan Cricket/X
advertisement