ধোনি বলেন, ‘‘ মরশুম জুড়ে আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি হওয়ার মতো কিছু নেই ৷ ফাইনালে দল উঠলেও ব্যাটিং নিয়ে একটা সমস্যা রয়েছেই ৷ মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব ফাইনালে এসেও ঠিক হয়নি ৷ সব ব্যাটসম্যানরা রান পাননি ৷ প্রতিদিন কেউ না কেউ রান করে দিচ্ছিল বলেই জয় পাচ্ছিলাম ৷ ফাইনালেও উঠতে পেরেছি ৷ নাহলে সেটা সম্ভব হত না ৷ Photo Courtesy: IPL/BCCI