IPL 2019: ‘‘মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাবই ডুবিয়েছে আমাদের...’’: ধোনি

Last Updated:
1/5
 জয়ের খুব কাছাকাছি পৌঁছেও ট্রফি হাত থেকে ফস্কে গেল মহেন্দ্র সিং ধোনির ৷  ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ধোনি জানিয়ে দিলেন, মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাবই ডুবিয়েছে চেন্নাইকে ৷ Photo Courtesy: IPL/BCCI
জয়ের খুব কাছাকাছি পৌঁছেও ট্রফি হাত থেকে ফস্কে গেল মহেন্দ্র সিং ধোনির ৷ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ধোনি জানিয়ে দিলেন, মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাবই ডুবিয়েছে চেন্নাইকে ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
2/5
 ১৫০ রানের টার্গেট খুব একটা কঠিন টার্গেট ছিল না চেন্নাইয়ের কাছে ৷ রান তাড়া করতে নেমে শুরুটাও ভাল হয়েছিল ধোনিবাহিনীর ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ Photo Courtesy: IPL/BCCI
১৫০ রানের টার্গেট খুব একটা কঠিন টার্গেট ছিল না চেন্নাইয়ের কাছে ৷ রান তাড়া করতে নেমে শুরুটাও ভাল হয়েছিল ধোনিবাহিনীর ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
3/5
ধোনি বলেন, ‘‘ মরশুম জুড়ে আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি হওয়ার মতো কিছু নেই ৷ ফাইনালে দল উঠলেও ব্যাটিং নিয়ে একটা সমস্যা রয়েছেই ৷ মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব ফাইনালে এসেও ঠিক হয়নি ৷ সব ব্যাটসম্যানরা রান পাননি ৷ প্রতিদিন কেউ না কেউ রান করে দিচ্ছিল বলেই জয় পাচ্ছিলাম ৷ ফাইনালেও উঠতে পেরেছি ৷ নাহলে সেটা সম্ভব হত না ৷  Photo Courtesy: IPL/BCCI
ধোনি বলেন, ‘‘ মরশুম জুড়ে আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি হওয়ার মতো কিছু নেই ৷ ফাইনালে দল উঠলেও ব্যাটিং নিয়ে একটা সমস্যা রয়েছেই ৷ মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব ফাইনালে এসেও ঠিক হয়নি ৷ সব ব্যাটসম্যানরা রান পাননি ৷ প্রতিদিন কেউ না কেউ রান করে দিচ্ছিল বলেই জয় পাচ্ছিলাম ৷ ফাইনালেও উঠতে পেরেছি ৷ নাহলে সেটা সম্ভব হত না ৷ Photo Courtesy: IPL/BCCI
advertisement
4/5
গত বছরের পর ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ধোনিদের সামনে ৷ আগামী বছর ঠিক কোন জায়গায়টায় উন্নতি করতে চান, এই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ‘‘ এখনই এই নিয়ে বলার সময় আসেনি ৷ সামনে বিশ্বকাপ, সেটা নিয়েই ভাবতে চাই ৷ আইপিএল নিয়ে আবার আগামী বছর ভাবা যাবে ৷ ’’Photo Courtesy: IPL/BCCI
গত বছরের পর ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ধোনিদের সামনে ৷ আগামী বছর ঠিক কোন জায়গায়টায় উন্নতি করতে চান, এই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ‘‘ এখনই এই নিয়ে বলার সময় আসেনি ৷ সামনে বিশ্বকাপ, সেটা নিয়েই ভাবতে চাই ৷ আইপিএল নিয়ে আবার আগামী বছর ভাবা যাবে ৷ ’’Photo Courtesy: IPL/BCCI
advertisement
5/5
ধোনি আরও বলেন, ‘‘ আমার মনে হয় ফাইনালটা ভালই হয়েছিল ৷ ম্যাচ একেবারে শেষ বল পর্যন্ত গড়ায় ৷ এর থেকে ভাল খেলা হওয়া সম্ভব ছিল না ৷ আমাদের এবার ড্রেসিংরুমে ফিরে গিয়ে ঠিক করতে হবে, কোন জায়গাগুলিতে উন্নতি করা সম্ভব ৷ ’’ Photo Courtesy: IPL/BCCI
ধোনি আরও বলেন, ‘‘ আমার মনে হয় ফাইনালটা ভালই হয়েছিল ৷ ম্যাচ একেবারে শেষ বল পর্যন্ত গড়ায় ৷ এর থেকে ভাল খেলা হওয়া সম্ভব ছিল না ৷ আমাদের এবার ড্রেসিংরুমে ফিরে গিয়ে ঠিক করতে হবে, কোন জায়গাগুলিতে উন্নতি করা সম্ভব ৷ ’’ Photo Courtesy: IPL/BCCI
advertisement
advertisement
advertisement