Virat Kohli's Sister In Law: বিরাট কোহলির বউয়ের সৌন্দর্য্য নিয়ে তো অনেক কথা হয়, কোহলির শ্যালিকার রূপের আগুনে জ্বলছে নেটদুনিয়া, চেনেন কি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Virat Kohli's Sister In Law: ‘শালি হোতি হ্যায় আধি ঘরওয়ালি’- বিরাটের শ্যালিকার রূপ তো আগুন তার সঙ্গে রয়েছে হট গসিপও৷
: জনপ্রিয়তার নিরিখে এখন ভারতে বলিউডের তারকাদের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছেন ক্রিকেটাররা৷ এখন শুধু আর জনতার হৃদয়ে থাকেনা তাঁদের আইডলরা৷ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফ্যানদের অন্দরমহলে৷ সোশ্যাল মিডিয়ায় হিসেবেনিকেশ এগিয়ে রাখছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ইন্সটাগ্রামের তাঁর ফলোয়ার ২৭০ মিলিয়ন অর্থাৎ ২৭ কোটি। গোটা বিশ্বে তৃতীয় জনপ্রিয়তম অ্যাথলিট তিনি।
advertisement
তাঁর সামনে রয়েছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি-ফুটবলের দুই প্রবাদপ্রতিম নক্ষত্র। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে থেকে লেব্রন জেমসের মত তারকারাও জনপ্রিয়তার নিরিখে ধারেকাছে নেই কিং কোহলির। জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে পিছিয়ে নেই বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। অনুষ্কা দারুণ অভিনেত্রী পাশাপাশি এখনও একজন বিজনেস ওম্যান৷ এই মুহূর্তে দেশের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাই।
advertisement
advertisement
advertisement
খ্যাতির বিড়ম্বনা কথাটা হয়ত বড্ড সত্যি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা’র জীবনে। তাঁদের প্রতিটি পদক্ষেপের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকতে দেখা যায় দেড়শ কোটি জনতাকে। নজরে থাকেন তাঁদের পরিবারের সদস্যরাও। কিন্তু নিজেদের জীবন থেকে নিজেদের সন্তান সব কিছু নিয়েই খুব একটা কথা বলতে চান না এই দু'জন৷
advertisement
advertisement
advertisement