Virat Kohli: এক বছর আগে নিয়েছেন অবসর, তারপরও টি-২০-তে বিশ্বরেকর্ড গড়লেন কোহলি, কীভাবে সম্ভব?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Create World Record In T20 Cricket After His Retirement: বিরাট কোহলি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর। তবুও থেমে নেই বিরাটের রেকর্ড ভাঙা।
advertisement
advertisement
বিরাট কোহলি ২০২৪ সালের আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ ম্যাচ উইনিং ৭৬ রানের ইনিংস খেলার পর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন। টি২০-তে তার রেটিং আগে ছিল ৮৯৭, যা বেড়ে এখন হয়েছে ৯০৯। উইজডেন অনুযায়ী, টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোনও ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট। তার আগে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান (৯১৯) ও ভারতের সূর্যকুমার যাদব (৯১২)।
advertisement
advertisement
২০১৮ সালের সেই ইংল্যান্ড সফরেই কোহলি ওয়ানডে ফরম্যাটে ৯০৯ রেটিং পয়েন্ট অর্জন করেন। তিনটি ওয়ানডে ম্যাচে তিনি দুটি অর্ধশতরানের সাহায্যে ১৯১ রান করেন এবং সব ফরম্যাটেই নিজের আধিপত্য বজায় রাখেন। এমন একটা সময় ছিল যখন কোহলি টেস্ট, ওয়ানডে ও টি২০ আন্তর্জাতিক – তিন ফরম্যাটেই একসাথে বিশ্বের নম্বর ১ ব্যাটসম্যান ছিলেন।
advertisement