ভারতের জামাই ২০১! ম্যাক্সওয়েল এক রাতে নায়ক, বউয়ের কাছেও ম্যাক্সি এখন 'হিরো'

Last Updated:
Glenn Maxwell wife: ভারতের জামাইয়ের তাণ্ডব ভারতের মাটিতে। বউয়ের কাছে নায়ক।
1/7
একার হাতে ম্যাচ জেতানো যাকে বলে! গোটা আফগানিস্তান করল ২৯৩ রান। তিনি একাই খেললেন ২০১ অপরাজিত রানের দুরন্ত ইনিংস।
একার হাতে ম্যাচ জেতানো যাকে বলে! গোটা আফগানিস্তান করল ২৯৩ রান। তিনি একাই খেললেন ২০১ অপরাজিত রানের দুরন্ত ইনিংস।
advertisement
2/7
১২৮ বলে করেন ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি।  (Photo Courtesy- AP)
১২৮ বলে করেন ২০১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি। (Photo Courtesy- AP)
advertisement
3/7
৮.২ ওভারে ৪৯ রানে  ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। তার পর ইনিংসের হাল ধরেন ম্যাক্সি। তাঁকে আর রুখতে পারেনি আফগানরা।
৮.২ ওভারে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। তার পর ইনিংসের হাল ধরেন ম্যাক্সি। তাঁকে আর রুখতে পারেনি আফগানরা।
advertisement
4/7
advertisement
5/7
২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সঙ্গে বিয়ে হয় ভারতীয় মেয়ে ভিনির।
২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সঙ্গে বিয়ে হয় ভারতীয় মেয়ে ভিনির।
advertisement
6/7
ভিনি রমন নিজেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এদিন মনের কথা জানান। তিনি এদিন ওয়াংখেড়েতে হাজির ছিলেন। বরের খেলা দেখছিলেন তিনি।
ভিনি রমন নিজেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এদিন মনের কথা জানান। তিনি এদিন ওয়াংখেড়েতে হাজির ছিলেন। বরের খেলা দেখছিলেন তিনি।
advertisement
7/7
ভিনি মাঠের ছবি দিয়ে লেখেন- এই ২০১ রানের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। সম্প্রতি ভিনি ও ম্যাক্সি সন্তানের বাবা-মা হয়েছেন।
ভিনি মাঠের ছবি দিয়ে লেখেন- এই ২০১ রানের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। সম্প্রতি ভিনি ও ম্যাক্সি সন্তানের বাবা-মা হয়েছেন।
advertisement
advertisement
advertisement