বাড়িতে সুন্দরী বউ থাকতেও জীবনে এসেছিল অন্য মহিলা! এই ফুটবলাররা ধরাও পড়েন হাতেনাতে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Footballers Scam: সুন্দরী স্ত্রী থাকতেও গার্লফ্রেন্ড-এর সঙ্গে রোম্যান্স! এই ফুটবলারদের কাণ্ড জানেন কী!
আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার মেসুট ওজিলের স্ত্রী মডেল এমিনে গুলসে। একটা সময় জার্মানিতে তাঁর সতীর্থ ক্রিস্টিয়ান লেল-এর বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। স্ত্রী তাঁর সম্পর্কের কথা জানতেও পেরেছিলেন। তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি।
advertisement
২০০৪ সালে ওয়াহিবার সঙ্গে বিয়ে হয়েছিল ফরাসী ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির। জাহিয়া দেহার নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই সময় দেহারের বয়স ছিল মাত্র ১৭।
advertisement
আর্সেনাল ও চেলসির তারকা অলিভার জিরাউড ২০১১ সালে বিয়ে করেছিলেন। মডেল সেলিয়া কে-র সঙ্গে যৌনতায় মেতেছিলেন হোটেলের ঘরে। তাও প্রিমিয়র লিগের ম্যাচের আগে। সেই মুহূর্তের ভিঢিও লিক হয়েছিল।
advertisement
বউ থাকা সত্ত্বেও ফরাসী ফুটবলার প্যাট্রিক এভ্রার নাম জড়ায় অন্য সম্পর্কে। মডেল কার্লা হোয়ের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
advertisement