Tennikoit Game: নাম শুনেছেন টেনিকয়েট-র, জাতীয় স্তরের প্রতিযোগিতায় মালদহের তিন খেলোয়াড়, আর্থিক অনটনের সঙ্গে লড়েও সেরা হওয়ার স্বপ্ন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Tennikoit Game: আর্থিক প্রতিকূলতাকে পিছনে ফেলে জাতীয় টেনিকয়েট প্রতিযোগিতায় মালদহের তিন খেলোয়াড়
advertisement
advertisement
advertisement
মালদহের পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা সোমা পাল। বাবা, শঙ্কর পাল মা, মায়া পাল। পরিবারের হাল ধরতে মা মৃৎশিল্পীর কাজ করেন। ইংরেজবাজারের ২০ নং ওয়ার্ডের বাসিন্দা কৌশিক সাহা মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বাবা, গৌরাঙ্গ সাহা চা বিক্রেতা মা বিউটি সাহা গৃহবধু। এবং ইংরেজবাজারের ২৩ নং ওয়ার্ড বাসিন্দা কিরন দাস। বাবা, গোপাল দাস মা, সরস্বতী দাস। পরিবারের হাল ধরতে মা হোটেলে রুটি তৈরি করেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
রাজ্য টেনিকয়েট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুরিজৎ কর্মকার বলেন, "বিগত কয়েক বছর ধরে এই খেলায় জেলা ও রাজ্য স্তরে তারা ভাল পারফরম্যান্স করেছেন। রাজ্য স্তরে সিলেকশন প্রতিযোগিতায় ৮৫ জন খেলোয়াড়দের মধ্যে মালদহের এই তিন খেলোয়াড় বাংলার দলের হয়ে সুযোগ পেয়েছেন। আশা করছি বাংলার হয়ে জাতীয় স্তরে ভাল খেলে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)