Sourav Ganguly's Niece Sneha's Christian Marriage Photo: বছর ঘুরল সৌরভের ভাইঝির বিয়ের, সামনে এল চমকে দেওয়া ক্রিশ্চান বিয়ের ফটো, সৌরভের কমেন্ট ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly's Niece Sneha's Christian Marriage Photo: মার্কিন যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুজনে। গাঙ্গুলি বাড়ির জামাই এখন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গ।
advertisement
এদিকে ভাইঝির ফটো সামনে আসতেই সেখানে কাকা কমেন্ট করলেন তাঁদের ছবিতে৷ গত বছর কলকাতায় এসে ছিমছাম বিয়ে সেরেছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় কন্যা। বিয়ের এক বছর পার। বিবাহবার্ষিকীতে পোস্ট শেয়ার করেছেন স্নেহা। আর সেখানেই মজার ও ভালবাসায় ভরা মন্তব্য করে সবার নজর কেড়ে নিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
বিয়ে এক বছরের হলেও চার বছরের তাঁদের সম্পর্ক জানিয়েছেন স্নেহা৷ স্বামী নিখিল ক্ষীরসাগারের সঙ্গে কাটানো নানান সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন স্নেহা। ছবির ক্যাপশনে স্বামীর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘ পথ চলায় নিখিল কীভাবে তাঁর পাশে থেকেছেন, সেই কথাই উঠে এসেছে তাঁর লেখনীতে। একইসঙ্গে নিজেদের খ্রিস্টান বিয়ের অদেখা ছবিও ভাগ করে নিয়েছেন স্নেহা। সেখানে দুধ সাদা গাউনে ঝলমলে স্নেহাশিস-মম কন্যা। পাশে স্য়ুট-ব্যুটে হ্যান্ডসাম নিখিল। নিজেদের হিন্দু বিয়ের ছবি, বিচ-ভ্য়াকেশন, হ্য়ালোউন উদযাপন থেকে পোষ্যপ্রেম- সবই ধরা পড়েছে স্নেহার পোস্টে।
advertisement
advertisement
advertisement
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুজনে। গাঙ্গুলি বাড়ির জামাই এখন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গ। সেখানেই চাকরিরত স্নেহা এবং নিখিল। সান দিয়াগোতে মাস্টার্স ডিগ্রি করবার সময় প্রথম বছরেই আলাপ নিখিল ও স্নেহার। নিখিল বিজ্ঞনী। বর্তমানে Hememics Biotechnologies, Inc. চাকরি করছেন তিনি। স্নেহাও পেশায় বিজ্ঞানী। AstraZeneca নামক এক কোম্পানিতে গবেষণা করছেন তিনি। বায়োটেকনোলজির জন্যই বিখ্যাত মেরিল্যান্ডের গাইথার্সবার্গ। সেখানেই সংসার পেতেছেন দুজনে।









