আমোদপ্রিয় মানুষ ছিলেন তিনি। হেসে-খেলে থাকতেন বেশিরভাগ সময়। জীবন খুব ছোট। তাই প্রতিটা মুহূর্তকে উপভোগ করতেন শেন ওয়ার্ন। এমন মানুষের শেষকৃত্যে কেউ চোখের জল ফেলে নাকি!
2/ 5
মেলবোর্নের মুরাবিন ওভালে শেন ওয়ার্নের দেহ এসে পৌঁছয় প্রথমে। সেখানে হাজির হন শেন-এর ছেলে সামার ওয়ার্ন। সঙ্গে ছিল তাঁর বান্ধবী। ছিলেন শেন ওয়ার্নের মেয়ে ব্রুক।
3/ 5
এদিন শেন ওয়ার্নের বন্ধু, আত্মীয়সহ মোট ৮০ জন ছিলেন মেলবোর্নে। অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বর্ডার, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও ছিলেন।
4/ 5
শেন ওয়ার্নের কফিনবন্দি দেহ মুরাভিন ওভালে একবার ঘোরানো হয়। সেই সময় ওয়ার্নের পাশে ছিলেন তাঁর বন্ধু ও আত্মীয়রা। প্রিয় ওয়ার্নের কথা মনে পড়তেই সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন।
5/ 5
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেন ওয়ার্নকে চিরবিদায় জানানো হয়েছে। থাইল্যান্ডে হোটালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ওয়ার্ন। এদিন অবশ্য শেন ওয়ার্নের স্মৃতিতে সবাই হাতে তুলে নেন পানীয়ের গ্লাস। ঠিক যেমনভাবে জীবনে সেলিব্রেট করতেন কিংবদন্তি স্পিনার।