Shahid Afridi: পাক দলের তারকা পেসারকে করেছেন জামাই! শাহিদ আফ্রিদির পাঁচ কন্যার রূপে ধারকাছেও আসবেন না সুন্দরী অভিনেত্রীরা!

Last Updated:
Shahid Afridi and his Daughters: শাহিদ আফ্রিদির বাইশ গজের দাপট তো আমরা দেখেছিই। কিন্তু তাঁর পরিবার সম্পর্কে জানা আছে কি?
1/5
পাক ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার হলেন শাহিদ আফ্রিদি। তাঁর দাপটে যেন থরহরিকম্প থাকত প্রতিপক্ষের খেলোয়াড়রা। সেই শাহিদ আফ্রিদির বাইশ গজের দাপট তো আমরা দেখেছিই। কিন্তু তাঁর পরিবার সম্পর্কে জানা আছে কি? অনেকেই হয়তো জানেন না যে, পাঁচ কন্যা সন্তানের জনক ৪৬ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেট তারকা। আবার তার মধ্যে এক কন্যার বিয়ে দিয়েছেন বর্তমান পাক দলের তারকা পেসারের সঙ্গে। আজ শাহিদ আফ্রিদির পারিবারিক জীবনের কথাই শুনে নেওয়া যাক।
পাক ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার হলেন শাহিদ আফ্রিদি। তাঁর দাপটে যেন থরহরিকম্প থাকত প্রতিপক্ষের খেলোয়াড়রা। সেই শাহিদ আফ্রিদির বাইশ গজের দাপট তো আমরা দেখেছিই। কিন্তু তাঁর পরিবার সম্পর্কে জানা আছে কি? অনেকেই হয়তো জানেন না যে, পাঁচ কন্যা সন্তানের জনক ৪৬ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেট তারকা। আবার তার মধ্যে এক কন্যার বিয়ে দিয়েছেন বর্তমান পাক দলের তারকা পেসারের সঙ্গে। আজ শাহিদ আফ্রিদির পারিবারিক জীবনের কথাই শুনে নেওয়া যাক।
advertisement
2/5
২০০০ সালে শাহিদ আফ্রিদি বিয়ে করেছিলেন নিজের মামাতো বোনকেই। শাহিদ-পত্নীর নাম নাদিয়া। এই দম্পতির রয়েছে পাঁচটি সুন্দরী ও ফুটফুটে কন্যা সন্তান। এই পাঁচ জনের মধ্যে বিয়ে হয়েছে দু’জনের। কন্যাদের বিয়ের সেই ছবি শাহিদ আফ্রিদি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
২০০০ সালে শাহিদ আফ্রিদি বিয়ে করেছিলেন নিজের মামাতো বোনকেই। শাহিদ-পত্নীর নাম নাদিয়া। এই দম্পতির রয়েছে পাঁচটি সুন্দরী ও ফুটফুটে কন্যা সন্তান। এই পাঁচ জনের মধ্যে বিয়ে হয়েছে দু’জনের। কন্যাদের বিয়ের সেই ছবি শাহিদ আফ্রিদি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
advertisement
3/5
   শাহিদ আফ্রিদির বড় মেয়ের নাম আকসা। আর দ্বিতীয় অর্থাৎ মেজো কন্যার নাম আনশা। এই দ্বিতীয় কন্যাটির সঙ্গেই তিনি বিয়ে দিয়েছেন বর্তমান পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার শাহিন আফ্রিদির। ধুমধাম করেই বসেছিল সেই বিয়ের আসর। শাহিদ আফ্রিদির তৃতীয় কন্যাটির নাম হল আজওয়া। আর চতুর্থ এবং পঞ্চম কন্যার নাম যথাক্রমে আসমারা এবং আরওয়া।
শাহিদ আফ্রিদির বড় মেয়ের নাম আকসা। আর দ্বিতীয় অর্থাৎ মেজো কন্যার নাম আনশা। এই দ্বিতীয় কন্যাটির সঙ্গেই তিনি বিয়ে দিয়েছেন বর্তমান পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার শাহিন আফ্রিদির। ধুমধাম করেই বসেছিল সেই বিয়ের আসর। শাহিদ আফ্রিদির তৃতীয় কন্যাটির নাম হল আজওয়া। আর চতুর্থ এবং পঞ্চম কন্যার নাম যথাক্রমে আসমারা এবং আরওয়া।
advertisement
4/5
গত বছর ডিসেম্বরে বড় কন্যা আকসার বিয়ে হয় নাসিরের সঙ্গে। চলতি বছরের জুলাই মাসে তাঁর ‘রুখসতি’ অনুষ্ঠিত হয়। অর্থাৎ কনে পাকাপাকি ভাবে নিজের পিত্রালয় ছেড়ে শ্বশুরবাড়িতে যান। আবেগপ্রবণ হয়ে সেই অনুষ্ঠানের ছবিই শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা। উজ্জ্বল ঘন লাল রঙের জমকালো ব্রাইডাল আউটফিটে অনবদ্য দেখাচ্ছিল শাহিদ-কন্যাকে। পাশে অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন খোদ শাহিদ।
গত বছর ডিসেম্বরে বড় কন্যা আকসার বিয়ে হয় নাসিরের সঙ্গে। চলতি বছরের জুলাই মাসে তাঁর ‘রুখসতি’ অনুষ্ঠিত হয়। অর্থাৎ কনে পাকাপাকি ভাবে নিজের পিত্রালয় ছেড়ে শ্বশুরবাড়িতে যান। আবেগপ্রবণ হয়ে সেই অনুষ্ঠানের ছবিই শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা। উজ্জ্বল ঘন লাল রঙের জমকালো ব্রাইডাল আউটফিটে অনবদ্য দেখাচ্ছিল শাহিদ-কন্যাকে। পাশে অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন খোদ শাহিদ।
advertisement
5/5
এখানেই শেষ নয়, বড় কন্যা আকসার পর পরই শাহিন আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মেজো মেয়ে আনশা। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে ‘নিকাহ’ অনুষ্ঠিত হয়েছিল তাঁদের। সেখানে পাউডার পিঙ্ক জমকালো কাজের লেহেঙ্গায় ধরা গিয়েছিলেন কনে। আর সাদা কুর্তা-পাজামা আর রুপোলি কোটে অসাধারণ দেখাচ্ছিল বর শাহিন আফ্রিদিকেও।
এখানেই শেষ নয়, বড় কন্যা আকসার পর পরই শাহিন আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মেজো মেয়ে আনশা। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে ‘নিকাহ’ অনুষ্ঠিত হয়েছিল তাঁদের। সেখানে পাউডার পিঙ্ক জমকালো কাজের লেহেঙ্গায় ধরা গিয়েছিলেন কনে। আর সাদা কুর্তা-পাজামা আর রুপোলি কোটে অসাধারণ দেখাচ্ছিল বর শাহিন আফ্রিদিকেও।
advertisement
advertisement
advertisement