Sachin Tendulkar: ভূস্বর্গে বরফের মাঝে সচিন-অঞ্জলির 'রোম্যান্স', নেট দুনিয়ার উঠল ঝড়, দেখুন ছবি

Last Updated:
Sachin Tendulkar and Anjali's romance while enjoying snowfall in Kashmir Gulmarg: পরিবারের সঙ্গে কাশ্মীরের পহেলগাঁও-তে প্রথম তুষারপাত উপভোগ করার ছবি শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার শেয়ার করলেন স্ত্রী অঞ্জলির সঙ্গে মিষ্টি প্রেমের মুহূর্ত।
1/7
বর্তমানে পরিবারসহ কাশ্মীর সফরে রয়েছেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সেখান থেকে নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।  (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
বর্তমানে পরিবারসহ কাশ্মীর সফরে রয়েছেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সেখান থেকে নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
2/7
পরিবারের সঙ্গে পহেলগাঁও-তে প্রথম তুষারপাত উপভোগ করার ছবি শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার গুলমার্গ থেকে শেয়ার করলেন স্ত্রী অঞ্জলির সঙ্গে মিষ্টি প্রেমের মুহূর্ত।  (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
পরিবারের সঙ্গে পহেলগাঁও-তে প্রথম তুষারপাত উপভোগ করার ছবি শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার গুলমার্গ থেকে শেয়ার করলেন স্ত্রী অঞ্জলির সঙ্গে মিষ্টি প্রেমের মুহূর্ত। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
3/7
এবার যেই ছবিগুলি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর, সেখানে কন্যা সারা তেন্ডুলকরের কোনও ছবি নেই। সবকটি ছবিতেই শুধুই সচিন-অঞ্জলি আর তুষারাবৃত ভূস্বর্গ।  (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
এবার যেই ছবিগুলি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর, সেখানে কন্যা সারা তেন্ডুলকরের কোনও ছবি নেই। সবকটি ছবিতেই শুধুই সচিন-অঞ্জলি আর তুষারাবৃত ভূস্বর্গ। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
4/7
ইনস্টাগ্রামে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে  ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ক্যাপশনে লিখেছেন, 'Love at frost sight'।   (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
ইনস্টাগ্রামে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ক্যাপশনে লিখেছেন, 'Love at frost sight'। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
5/7
ছবিতে দেখা যাচ্ছে সচিন এবং অঞ্জলি তুষারের মধ্যে ছবি তোলার জন্য একসঙ্গে নানা পোজ দিচ্ছেন। দুজনকে একাধিকবার রোম্যান্টিক মুডেও পাওয়া গিয়েছে।   (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
ছবিতে দেখা যাচ্ছে সচিন এবং অঞ্জলি তুষারের মধ্যে ছবি তোলার জন্য একসঙ্গে নানা পোজ দিচ্ছেন। দুজনকে একাধিকবার রোম্যান্টিক মুডেও পাওয়া গিয়েছে। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
6/7
অপর একটি ছবিতে, সচিন তেন্ডুলকর তার বাহু প্রসারিত করে বরফের মধ্যে শুয়ে আছেন, অন্যটিতে, তাকে তার বাহু এবং পা ছড়িয়ে দিয়ে তুষারপাত উপভোগ করছেন।  (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
অপর একটি ছবিতে, সচিন তেন্ডুলকর তার বাহু প্রসারিত করে বরফের মধ্যে শুয়ে আছেন, অন্যটিতে, তাকে তার বাহু এবং পা ছড়িয়ে দিয়ে তুষারপাত উপভোগ করছেন। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
7/7
এই পোস্ট শেয়াক করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন সচিন ও অঞ্জলি তেন্ডুলকরের রোমান্টিক মুহূর্তের ছবি।  (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
এই পোস্ট শেয়াক করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন সচিন ও অঞ্জলি তেন্ডুলকরের রোমান্টিক মুহূর্তের ছবি। (ছবি সৌ: সচিন তেন্ডুলকর ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement