বাইশ গজের কেরিয়ারে তো অসংখ্য বার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবার জীবনের খাতায়ও হাফ সেঞ্চুরি হাঁকালেন লিটল মাস্টার। বোঝাই যাচ্ছে, আজ পঞ্চাশে পা দিলেন সচিন তেন্ডুলকর। দুই দশকেরও বেশি সময়ের কেরিয়ারে সাফল্য এসেছে তাঁর ঝুলিতে। তবে ব্যক্তিগত জীবনেও কিন্তু এই ক্রিকেট তারকা সফল। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে সুখের সংসার। রয়েছে দুই সন্তান সারা এবং অর্জুনও। সচিনের পঞ্চাশতম জন্মদিনে দেখে নেওয়া যাক, তাঁর বেশ কিছু অদেখা পারিবারিক মুহূর্ত।