ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা নতুন লুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে রোহিতকে দাড়ি ছাড়া সম্পূর্ণ ক্লিন শেভে দেখা যাচ্ছে। ভক্তরা রোহিতের ছবিতে একের পর এক মন্তব্য করেছেন। অন্যদিকে টিম ইন্ডিয়ার 'হিটম্যান'-এর স্ত্রী রীতিকা সাজদেহও তাঁকে ট্রোল করেছেন। (Rohit Sharma/Instagram) আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও রোহিত শর্মার এই ছবি নিয়ে মজার কমেন্ট করেছেন সূর্যকুমার যাদব এবং খলিল আহমেদও। এই লুকে রোহিতকে অনূর্ধ্ব-১৯-এর খেলোয়াড় বলেছেন খলিল আহমেদ । আর সূর্যকুমার যাদব বলেছেন, চকাচক। (Rohit Sharma/Instagram) রোহিত শর্মার এই ক্লিন শেভ লুকে কমেন্ট করেছেন তাঁর স্ত্রী রীতিকা সাজদেহ। তিনি জিজ্ঞেস করেছেন, কেন রোহিত এত বিরক্ত? আসলে, এই ছবিতে রোহিত শর্মাকে বেশ সিরিয়াস দেখাচ্ছে।(Rohit Sharma/Instagram) হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁকে ভারতের ওডিআই অধিনায়ক করা হয়েছিল। অধিনায়ক হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ছিল তাঁর প্রথম সফর। কিন্তু চোটের কারণে আর খেলবেন না তিনি। (AFP) মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার কিছুদিন ধরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে ছিলেন। তিনি টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। (Shikhar Dhawan Twitter) রোহিত শর্মার পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। তবে তিন টেস্টেই একবারও খেলার সুযোগ পাননি তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। (PIC: AP)