Smriti Mandhana : সব সম্পর্ক শেষ! বিয়ের সঙ্গে জড়িয়ে থাকা শেষ চিহ্নটাও মুছে দিলেন স্মৃতি-পলাশ, দু'জনের পথ হয়ে গেল আলাদা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana-Palash Mucchal : স্মৃতি মন্ধানার বন্ধুর সঙ্গে পলাশ মুচ্ছলের মাখোমাখো কথা ভাইরাল হয়েছিল। অনেকে এর সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন বিয়ে স্থগিত হওয়ার কারণ।
advertisement
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছিলেন পলাশ ও স্মৃতি। তবে পলাশের প্রোফাইলে এখনও স্মৃতির সঙ্গে ছবি রয়েছে। সেগুলি তিনি এখনও রিমুভ করেননি। এরই মধ্যে পলাশ হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা তাঁর নামে মন গড়া গল্প ফেঁদে রটিয়েছে তাঁদের তিনি আইনি পথে জবাব দেবেন। এই হুমকিতে স্মৃতিও জড়িয়ে রয়েছেন কি না তা বলা মুশকিল।
advertisement
advertisement
advertisement
স্মৃতি খুবই রোম্যান্টিক হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। হাঁটু মুড়ে বসে প্রেমিকার আঙুলে পরিয়েছিলেন হিরের আংটি। সেই ভিডিও দু’জনেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। স্মৃতি সেই ভিডিও ও বিয়ে সংক্রান্ত সমস্ত ছবি ও ভিডিও আগেই মুছে দিয়েছিলেন। তবে সেই বিশেষ মুহূর্তের ভিডিও রবিবার পর্যন্ত ছিল পলাশের প্রোফাইলে। এবার সেটাও মুছে দিলেন পলাশ।
advertisement
