Mary Kom Returns To India: 'আমাকে ঠকানো হল, খালি হাতে ফিরতে বাধ্য হলাম', দেশে ফিরে ক্ষোভপ্রকাশ মেরির

Last Updated:
দেশে ফিরেই মেরি কমের অভিযোগ, টোকিও অলিম্পিক্সের আয়োজকরা তাঁকে ঠকিয়েছে।
1/5
হয়তো এটাই তাঁর কেরিয়ারে শেষ অলিম্পিক্স ছিল। টোকিও থেকে খালি হাতেই দেশে ফিরলেন মেরি কম। শনিবার দেশের মাটিতে পা রেখেই ক্ষোভ উগড়ে দেন তিনি।
হয়তো এটাই তাঁর কেরিয়ারে শেষ অলিম্পিক্স ছিল। টোকিও থেকে খালি হাতেই দেশে ফিরলেন মেরি কম। শনিবার দেশের মাটিতে পা রেখেই ক্ষোভ উগড়ে দেন তিনি।
advertisement
2/5
মেরি কম এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ''আমাকে ঠকানো হয়েছে। খালি হাতে ফিরতে হল আমাকে। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।''
মেরি কম এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ''আমাকে ঠকানো হয়েছে। খালি হাতে ফিরতে হল আমাকে। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।''
advertisement
3/5
দেশের অন্যতম সেরা বক্সার মেরি এদিন বলেছেন, ''আমি প্রথম দ্বিতীয় (রাউন্ড অফ সিস্কটিন-এর লড়াইয়ে) রাউন্ডে জিতলাম। তার পর কী করে আমি হারতে পারি! এই সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া কঠিন। গোটা দেশের মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।''`
দেশের অন্যতম সেরা বক্সার মেরি এদিন বলেছেন, ''আমি প্রথম দ্বিতীয় (রাউন্ড অফ সিস্কটিন-এর লড়াইয়ে) রাউন্ডে জিতলাম। তার পর কী করে আমি হারতে পারি! এই সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া কঠিন। গোটা দেশের মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।''`
advertisement
4/5
এদিন আরও একটি গুরুতর অভিযোগ করেছেন মেরি। তিনি বলেছেন, ''লড়াইয়ের আগে আয়োজকরা এসে আমাকে জানান, আমি ওই জার্সি পরে নামতে পারব না। এদিকে প্রথম ম্যাচে আমি ওই জার্সি পরেই খেলেছিলাম। তখন কেউ কিছু বলেনি। জার্সি নিয়ে সমস্যা থাকলে আগে বলতে পারত ওরা। আর অন্য কোনও দেশের বক্সারদের জার্সি নিয়ে তো কোনও কথা ওঠেনি।''
এদিন আরও একটি গুরুতর অভিযোগ করেছেন মেরি। তিনি বলেছেন, ''লড়াইয়ের আগে আয়োজকরা এসে আমাকে জানান, আমি ওই জার্সি পরে নামতে পারব না। এদিকে প্রথম ম্যাচে আমি ওই জার্সি পরেই খেলেছিলাম। তখন কেউ কিছু বলেনি। জার্সি নিয়ে সমস্যা থাকলে আগে বলতে পারত ওরা। আর অন্য কোনও দেশের বক্সারদের জার্সি নিয়ে তো কোনও কথা ওঠেনি।''
advertisement
5/5
মেরি কম অভিযোগ করেছেন, টোকিও অলিম্পিক্সে তাঁকে নানা উপায়ে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। এই ব্যাপারে তিনি তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন বলে এদিন দাবি করেছেন।
মেরি কম অভিযোগ করেছেন, টোকিও অলিম্পিক্সে তাঁকে নানা উপায়ে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। এই ব্যাপারে তিনি তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন বলে এদিন দাবি করেছেন।
advertisement
advertisement
advertisement