Taekwondo Star Jack Woolley Beaten Brutally: জামা ভিজে যাচ্ছে রক্তে, অলিম্পিক্স থেকে ফেরার পরই ক্রীড়াবিদের উপর প্রাণঘাতী হামলা

Last Updated:
Taekwondo Star Jack Woolley Beaten: সাদা জামা রক্তে লাল হয়ে গিয়েছে। কে এমন অবস্থা করল তাঁর!
1/5
টোকিও অলিম্পিক্স  (Tokyo Olympics 2020) শেষ হওয়ার পর সব ক্রীড়াবিদরাই বাড়ি ফিরেছেন। ক্রীড়াবিদরা দেশে ফেরার পর যথাযত সম্মান পেয়েছেন। একমাত্র আইরিশ তাইকন্ডু তারকা জ্যাক উলির সঙ্গেই হয়তো এমন খারাপ ঘটনাটা ঘটেছে।
টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) শেষ হওয়ার পর সব ক্রীড়াবিদরাই বাড়ি ফিরেছেন। ক্রীড়াবিদরা দেশে ফেরার পর যথাযত সম্মান পেয়েছেন। একমাত্র আইরিশ তাইকন্ডু তারকা জ্যাক উলির সঙ্গেই হয়তো এমন খারাপ ঘটনাটা ঘটেছে।
advertisement
2/5
অজ্ঞাতপরিচয় ব্যক্তি উলির উপর প্রাণঘাতী হামলা করেছে। আইরিশ তারকাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
অজ্ঞাতপরিচয় ব্যক্তি উলির উপর প্রাণঘাতী হামলা করেছে। আইরিশ তারকাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
advertisement
3/5
সম্প্রতি উলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যাচ্ছিল, উলির মুখ ফেটে রক্তে ভেসে যাচ্ছিল জামা। হতভম্ব হয়ে বসে ছিলেন তাইকন্ডু তারকা।
সম্প্রতি উলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যাচ্ছিল, উলির মুখ ফেটে রক্তে ভেসে যাচ্ছিল জামা। হতভম্ব হয়ে বসে ছিলেন তাইকন্ডু তারকা।
advertisement
4/5
ডাবলিনে নাউট আউট করছিলেন উলি। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর উপর প্রাণঘাতী হামলা করে। উলির ঠোঁটে সেলাই পড়েছে। মারাত্মক চোট পেয়েছিলেন তিনি।
ডাবলিনে নাউট আউট করছিলেন উলি। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর উপর প্রাণঘাতী হামলা করে। উলির ঠোঁটে সেলাই পড়েছে। মারাত্মক চোট পেয়েছিলেন তিনি।
advertisement
5/5
টোকিও অলিম্পিক্সে রাউন্ড অফ সিক্সটিন পর্যন্ত পৌঁছে ছিলেন উলি। তবে আপাতত বেশ কিছুদিন তিনি ট্রেনিংয়ে ফিরতে পারবেন না। তাঁর মুখে অস্ত্রোপচার করতে হয়েছে।
টোকিও অলিম্পিক্সে রাউন্ড অফ সিক্সটিন পর্যন্ত পৌঁছে ছিলেন উলি। তবে আপাতত বেশ কিছুদিন তিনি ট্রেনিংয়ে ফিরতে পারবেন না। তাঁর মুখে অস্ত্রোপচার করতে হয়েছে।
advertisement
advertisement
advertisement