Tokyo Olympics: ভারতের অমিত পঙ্ঘল এখন বিশ্বের এক নম্বর বক্সার, অলিম্পিকের আগে বড় খবর

Last Updated:
বিশ্বের এক নম্বর বক্সার হিসাবেই টোকিও অলিম্পিকে পা রাখবেন তিনি।
1/5
আর মাত্র কয়েকদিন পরই শুরু টোিকও অলিম্পিক। তার আগে ভারতীয় বক্সিংয়ের জন্য বড় খবর। ভারতীয় বক্সার অমিত পঙ্ঘল এখন বিশ্বের এক নম্বর বক্সার।
আর মাত্র কয়েকদিন পরই শুরু টোিকও অলিম্পিক। তার আগে ভারতীয় বক্সিংয়ের জন্য বড় খবর। ভারতীয় বক্সার অমিত পঙ্ঘল এখন বিশ্বের এক নম্বর বক্সার।
advertisement
2/5
পুরুষদের ৫২ কেজি ফ্লাইওয়েট বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার এখন অমিত। অলিম্পিক শুরুর ২৭ দিন আগে এমন খবর নিশ্চয়ই তাঁকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে।
পুরুষদের ৫২ কেজি ফ্লাইওয়েট বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার এখন অমিত। অলিম্পিক শুরুর ২৭ দিন আগে এমন খবর নিশ্চয়ই তাঁকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে।
advertisement
3/5
টোকিও অলিম্পিকে বিশ্বের এক নম্বর বক্সার হিসাবে নামবেন অমিত। অলিম্পিকে ভারতের যে কজন বক্সার কোয়ালিফাই করেছেন তাঁদের মধ্য়ে অমিতের ক্রমতালিকা এখন সবার উপরে।
টোকিও অলিম্পিকে বিশ্বের এক নম্বর বক্সার হিসাবে নামবেন অমিত। অলিম্পিকে ভারতের যে কজন বক্সার কোয়ালিফাই করেছেন তাঁদের মধ্য়ে অমিতের ক্রমতালিকা এখন সবার উপরে।
advertisement
4/5
রোহতকের ২৫ বছর বয়সী বক্সার অমিত গোটা দেশকে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এর আগে এশিয়ান গেমসে বিজয়ী হয়েছেন অমিত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রপোও জিতেছেন। এবার বাকি অলিম্পিকে সোনা জয়।
রোহতকের ২৫ বছর বয়সী বক্সার অমিত গোটা দেশকে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এর আগে এশিয়ান গেমসে বিজয়ী হয়েছেন অমিত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রপোও জিতেছেন। এবার বাকি অলিম্পিকে সোনা জয়।
advertisement
5/5
২০০৭ সাল থেকে বক্সিং শুরু অমিতের। দাদা অজয়কে দেখেই তাঁর বক্সিং শুরু। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও পরের বছর কমনওয়েলথে রূপো জেতেন অমিত। তার পর থেকেই তাঁর কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী।
২০০৭ সাল থেকে বক্সিং শুরু অমিতের। দাদা অজয়কে দেখেই তাঁর বক্সিং শুরু। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও পরের বছর কমনওয়েলথে রূপো জেতেন অমিত। তার পর থেকেই তাঁর কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী।
advertisement
advertisement
advertisement