MS Dhoni's Bikes: কোটি কোটি টাকার বাইক ধোনির গ্যারাজে! দেখুন কী কী মডেল রয়েছে
- Published by:Suman Majumder
Last Updated:
MS Dhoni's Bikes: ধোনির জীবনের প্রথম বাইক ছিল সেকেন্ড হ্যান্ড। এখন ক্যাপ্টেন কুল-এর কাছে কী কী বাইক আছে দেখুন!
ধোনির বাইকের শখের কথা অনেকেরই জানা। তাঁর গ্যারাজে শোভা পায় এক সে এক মডেল। তর মধ্যে একটি কাওয়াসাকি নিনজা এইচ টু। ২০১৭ সালে এটি কিনেছিলেন ধোনি।
advertisement
ধোনির বাইক সংগ্রহে থাকা ভিন্টেজ মডেল নরটন জুবিলি ২৫০৷ ইনস্টাগ্রামে নিজের বাইকের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। এটি 250cc ইঞ্জিন দ্বারা চালিত। এর দাম আড়াই লাখ থেকে শুরু।
advertisement
এমএস ধোনির বাইক সংগ্রহে রয়েছে ক্লাসিক মোটরসাইকেল। তার মধ্যে একটি হল BSA গোল্ডস্টার। এটি ছিল প্রথম ব্রিটিশ মোটরসাইকেলগুলির মধ্যে একটি যেটি ১০০ কিমি/ঘন্টার গতি তুলেছিল। এতে রয়েছে 500cc ইঞ্জিন।
advertisement
Confederate X132 Hellcat. এই দুর্লভ মডেলটি রয়েছে ধোনির কাছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই বাইকের একমাত্র গ্রাহক ধোনি।
advertisement