MS Dhoni: ধোনি-সাক্ষীর দিওয়ালির অ্যালবাম মিস করেছেন? রইল পার্টির অন্দরের ছবিগুচ্ছ, দেখুন

Last Updated:
MS Dhoni: দিওয়ালি সেলিব্রেশনে কোনও খামতি ছিল না মহেন্দ্র সিং ধোনির। স্ত্রী সাক্ষী ও বন্ধু-আত্মীয়দের সঙ্গে জমজমাট কেটেছে 'ক্যাপ্টেন কুলের' আলোর উৎসব।
1/7
দিওয়ালি সেলিব্রেশনে কোনও খামতি ছিল না মহেন্দ্র সিং ধোনির। স্ত্রী সাক্ষী ও বন্ধু-আত্মীয়দের সঙ্গে জমজমাট কেটেছে 'ক্যাপ্টেন কুলের' আলোর উৎসব।
দিওয়ালি সেলিব্রেশনে কোনও খামতি ছিল না মহেন্দ্র সিং ধোনির। স্ত্রী সাক্ষী ও বন্ধু-আত্মীয়দের সঙ্গে জমজমাট কেটেছে 'ক্যাপ্টেন কুলের' আলোর উৎসব।
advertisement
2/7
ধোনিদের দিওয়ালি সেলিব্রেশনে এসেছিলেন ঋষভ পন্থ। গত বছরই দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।
ধোনিদের দিওয়ালি সেলিব্রেশনে এসেছিলেন ঋষভ পন্থ। গত বছরই দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।
advertisement
3/7
ঘরোয়া পার্টিতে ছিলেন অন্য বন্ধুরাও।
ঘরোয়া পার্টিতে ছিলেন অন্য বন্ধুরাও।
advertisement
4/7
সাবেকি সাজে দিওয়ালির পার্টিতে দেখা গিয়েছে এমএসডি ও সাক্ষীকে।
সাবেকি সাজে দিওয়ালির পার্টিতে দেখা গিয়েছে এমএসডি ও সাক্ষীকে।
advertisement
5/7
বিস্কুট রঙা পাঞ্জাবি পরেছিলেন ধোনি। সাক্ষী সেজেছিলেন সাজা কুর্তা পাজামায়।
বিস্কুট রঙা পাঞ্জাবি পরেছিলেন ধোনি। সাক্ষী সেজেছিলেন সাজা কুর্তা পাজামায়।
advertisement
6/7
এবারের দিওয়ালি যে ধোনি পরিবারের দারুণ কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এবারের দিওয়ালি যে ধোনি পরিবারের দারুণ কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
7/7
তবে ভক্তরা মিস করেছেন তারকা দম্পতির কন্যা জিভাকে।
তবে ভক্তরা মিস করেছেন তারকা দম্পতির কন্যা জিভাকে।
advertisement
advertisement
advertisement