Mirabai Chanu Wins Gold In CWG 2022: জঙ্গলে কাঠ কুড়োতেন বাধ্য হয়ে, একটা বই বদলে দিয়েছিল মীরাবাঈয়ের জীবন!

Last Updated:
Mirabai Chanu Struggle Story: ইংরেজদের সামনে তেরঙা ওড়ালেন, গাইলেন জন গণ মন...। মীরাবাঈ চানু লড়াইয়ের আরেক নাম।
1/7
একটা সময় জঙ্গলে কাঠ কুড়োতে যেতেন। ভাই-বোনদের সঙ্গে কাঠ কুড়নোর কাজ করতে বাধ্য হতেন মীরাবাঈ চানু। সেই মেয়ে নিজের ভাগ্য নিজেই বদলে দিলেন।
একটা সময় জঙ্গলে কাঠ কুড়োতে যেতেন। ভাই-বোনদের সঙ্গে কাঠ কুড়নোর কাজ করতে বাধ্য হতেন মীরাবাঈ চানু। সেই মেয়ে নিজের ভাগ্য নিজেই বদলে দিলেন।
advertisement
2/7
ক্লাস এইটে পড়ার সময় বইয়ে ভারোত্তোলক কুঞ্জরানী দেবীর কথা পড়েন মীরাবাঈ। সেই থেকে তাঁর ভারোত্তোলক হওয়ার ইচ্ছে জাগে। বাকিটা ইতিহাস।
ক্লাস এইটে পড়ার সময় বইয়ে ভারোত্তোলক কুঞ্জরানী দেবীর কথা পড়েন মীরাবাঈ। সেই থেকে তাঁর ভারোত্তোলক হওয়ার ইচ্ছে জাগে। বাকিটা ইতিহাস।
advertisement
3/7
টোকিও অলিম্পিকসের পর কমনওয়েলথ গেমসে সোনা জয়। উত্তর-পূর্ব ভারতের এই মেয়ে দেশকে বারবার গর্বিত করছেন। মীরাবাঈ চানুর উত্থানের গল্প নিয়ে কিন্তু সিনেমা হতে পারে।
টোকিও অলিম্পিকসের পর কমনওয়েলথ গেমসে সোনা জয়। উত্তর-পূর্ব ভারতের এই মেয়ে দেশকে বারবার গর্বিত করছেন। মীরাবাঈ চানুর উত্থানের গল্প নিয়ে কিন্তু সিনেমা হতে পারে।
advertisement
4/7
মণিপুরের রাজধানী ইম্ফলের অ্যাকাডেমি থেকে তাঁর গ্রাম নোগপকের দূরত্ব ছিল ২৫ কিমি। রোজ ট্রাক চালকদের অনুরোধ করে তাদের সঙ্গে অ্যাকাডেমি পৌঁছতেন মীরাবাঈ।
মণিপুরের রাজধানী ইম্ফলের অ্যাকাডেমি থেকে তাঁর গ্রাম নোগপকের দূরত্ব ছিল ২৫ কিমি। রোজ ট্রাক চালকদের অনুরোধ করে তাদের সঙ্গে অ্যাকাডেমি পৌঁছতেন মীরাবাঈ।
advertisement
5/7
সেই মীরাবাঈ চানু এবার ব্রিটিশভূমে তেরঙা উত্তোলন করলেন। ভারোত্তোলনে ভারতকে সোনার পদক জেতালেন।
সেই মীরাবাঈ চানু এবার ব্রিটিশভূমে তেরঙা উত্তোলন করলেন। ভারোত্তোলনে ভারতকে সোনার পদক জেতালেন।
advertisement
6/7
ছয় ভাই-বোনের মধ্যে মীরাবাঈ সবচেয়ে ছোট। তাঁর ভাই সাইখম সানতোম্বা রাজ্য স্তরে খেলা ফুটবলার।
ছয় ভাই-বোনের মধ্যে মীরাবাঈ সবচেয়ে ছোট। তাঁর ভাই সাইখম সানতোম্বা রাজ্য স্তরে খেলা ফুটবলার।
advertisement
7/7
১২ বছর বয়সেই দাদার থেকে বেশি ভার বইতে পারতেন মীরাবাঈ। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে ২ কিমি দূরে বাড়িয়ে বয়ে নিয়ে যেতেন মীরাবাই।
১২ বছর বয়সেই দাদার থেকে বেশি ভার বইতে পারতেন মীরাবাঈ। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে ২ কিমি দূরে বাড়িয়ে বয়ে নিয়ে যেতেন মীরাবাই।
advertisement
advertisement
advertisement