একটা সময় জঙ্গলে কাঠ কুড়োতে যেতেন। ভাই-বোনদের সঙ্গে কাঠ কুড়নোর কাজ করতে বাধ্য হতেন মীরাবাঈ চানু। সেই মেয়ে নিজের ভাগ্য নিজেই বদলে দিলেন।
2/ 7
ক্লাস এইটে পড়ার সময় বইয়ে ভারোত্তোলক কুঞ্জরানী দেবীর কথা পড়েন মীরাবাঈ। সেই থেকে তাঁর ভারোত্তোলক হওয়ার ইচ্ছে জাগে। বাকিটা ইতিহাস।
3/ 7
টোকিও অলিম্পিকসের পর কমনওয়েলথ গেমসে সোনা জয়। উত্তর-পূর্ব ভারতের এই মেয়ে দেশকে বারবার গর্বিত করছেন। মীরাবাঈ চানুর উত্থানের গল্প নিয়ে কিন্তু সিনেমা হতে পারে।
4/ 7
মণিপুরের রাজধানী ইম্ফলের অ্যাকাডেমি থেকে তাঁর গ্রাম নোগপকের দূরত্ব ছিল ২৫ কিমি। রোজ ট্রাক চালকদের অনুরোধ করে তাদের সঙ্গে অ্যাকাডেমি পৌঁছতেন মীরাবাঈ।