চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির

Last Updated:
‘‘আমার জাতীয় দলের দিন শেষ। এটাই আমার সিদ্ধান্ত।’’ কোপার মাঠ থেকে বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে গেলেন লিওনেল মেসি।
1/5
আবার তীরে এসে তরী ডুবল আর্জেন্টিনার ৷ হতাশ মেসি ৷ শতবর্ষের কোপার ফাইনাল শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ঘোষণা লিওনেল মেসির ৷
আবার তীরে এসে তরী ডুবল আর্জেন্টিনার ৷ হতাশ মেসি ৷ শতবর্ষের কোপার ফাইনাল শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ঘোষণা লিওনেল মেসির ৷
advertisement
2/5
‘‘ জাতীয় দলের হয়ে আর নয়, খেলার শেষে লকার রুমেই সিদ্ধান্ত নিলাম ৷ সবরকম চেষ্টা করেছি , চার বার ফাইনালে উঠেও জিততে পারিনি ৷ সকলের থেকে আমার বেশি খারাপ লাগছে ,আর খেলা চালিয়ে যাওয়ার মানে হয় না,জাতীয় দলের হয়ে একটা ট্রফি অন্তত চেয়েছিলাম...কিন্তু সেটা হল না ’’...... অবসর ঘোষণার সময় প্রতিক্রিয়া লিওনেল মেসির
‘‘ জাতীয় দলের হয়ে আর নয়, খেলার শেষে লকার রুমেই সিদ্ধান্ত নিলাম ৷ সবরকম চেষ্টা করেছি , চার বার ফাইনালে উঠেও জিততে পারিনি ৷ সকলের থেকে আমার বেশি খারাপ লাগছে ,আর খেলা চালিয়ে যাওয়ার মানে হয় না,জাতীয় দলের হয়ে একটা ট্রফি অন্তত চেয়েছিলাম...কিন্তু সেটা হল না ’’...... অবসর ঘোষণার সময় প্রতিক্রিয়া লিওনেল মেসির
advertisement
3/5
বিশ্বকাপের পর দু’বার কোপা ফাইনালে হার। মেনে নিতে পারছিলেন না তিনি। শুটআউটে গোল মিসটা যেন তাতে ইন্ধনের কাজ করল। গোলটা মিস করার পর থেকেই ছটফট করছিলেন। মাঠের ভিতর দলের সঙ্গে দাঁড়াতে পারছিলেন না। একা একাই বসেছিলেন রিজার্ভ বেঞ্চে। হয়তো নিজেকে তৈরি করছিলেন এত বড় একটা সিদ্ধান্তের জন্য। দক্ষি‌ণ আমেরিকার এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারের সময় যখন জাতীয় দল থেকে অবসর ঘোষণা করলেন তখন তাঁর গলায় ছিল কান্না।
বিশ্বকাপের পর দু’বার কোপা ফাইনালে হার। মেনে নিতে পারছিলেন না তিনি। শুটআউটে গোল মিসটা যেন তাতে ইন্ধনের কাজ করল। গোলটা মিস করার পর থেকেই ছটফট করছিলেন। মাঠের ভিতর দলের সঙ্গে দাঁড়াতে পারছিলেন না। একা একাই বসেছিলেন রিজার্ভ বেঞ্চে। হয়তো নিজেকে তৈরি করছিলেন এত বড় একটা সিদ্ধান্তের জন্য। দক্ষি‌ণ আমেরিকার এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারের সময় যখন জাতীয় দল থেকে অবসর ঘোষণা করলেন তখন তাঁর গলায় ছিল কান্না।
advertisement
4/5
২০০৫ ও শুরু করেছিলেন আন্তর্জাতিক কেরিয়ার। বার্সেলোনার তারকা, বহু সাফল্যের কারিগর মেসি দেশকে কিছু দিতে পারেননি শুনতে হয়েছে সব সময়। ভেবেছিলেন বদলে দেবেন সব ধারণা। কিন্তু শেষ বেলায় হতাশাই জুটলো তাঁর ভাগ্যে। দেশের জার্সি খুলে রাখলেন নিজের ১১৩তম ম্যাচে।
২০০৫ ও শুরু করেছিলেন আন্তর্জাতিক কেরিয়ার। বার্সেলোনার তারকা, বহু সাফল্যের কারিগর মেসি দেশকে কিছু দিতে পারেননি শুনতে হয়েছে সব সময়। ভেবেছিলেন বদলে দেবেন সব ধারণা। কিন্তু শেষ বেলায় হতাশাই জুটলো তাঁর ভাগ্যে। দেশের জার্সি খুলে রাখলেন নিজের ১১৩তম ম্যাচে।
advertisement
5/5
Cl7oc6MVYAIikZW
Cl7oc6MVYAIikZW
advertisement
advertisement
advertisement