মনু-নীরজের সত্যি বিয়ে? ব্যাপারটা কী? সত্যি কথা বলে দিলেন মনু ভাকেরের বাবা

Last Updated:
Neeraj Chopra-Manu Bhaker- মনু ভাকেরের বাবা রাম কিষান ভাকের গোটা ব্যাপারটা দেখে আর চুপ করে থাকতে পারলেন না। মেয়ের সম্পর্ক, বিয়ের ব্যাপারে অনেক কথাই বলেছেন তিনি।নীরজ চোপড়া আর মনু ভাকেরের সম্পর্ক নিয়ে।
1/6
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শুটার মনু ভাকের ও তাঁর মা সুমেধা ভাকেরের সঙ্গে নীরজ চোপড়ার সাক্ষাতের একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কে বা কারা রটিয়ে দিয়েছে, সুমেধা ভাকের নিজের মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ পেয়ে গিয়েছেন। আর সেই পাত্র হলেন নীরজ।
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শুটার মনু ভাকের ও তাঁর মা সুমেধা ভাকেরের সঙ্গে নীরজ চোপড়ার সাক্ষাতের একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কে বা কারা রটিয়ে দিয়েছে, সুমেধা ভাকের নিজের মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ পেয়ে গিয়েছেন। আর সেই পাত্র হলেন নীরজ।
advertisement
2/6
ভাইরাল মিম এবং পোস্ট দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, সত্যিই হয়তো নীরজ চোপড়া আর মনু ভাকেরের মধ্যে কোনও সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে! আদতে কি ব্যাপারটা সত্যি!
ভাইরাল মিম এবং পোস্ট দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, সত্যিই হয়তো নীরজ চোপড়া আর মনু ভাকেরের মধ্যে কোনও সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে! আদতে কি ব্যাপারটা সত্যি!
advertisement
3/6
মনু ভাকেরের বাবা রাম কিষান ভাকের গোটা ব্যাপারটা দেখে আর চুপ করে থাকততে পারলেন না। মেয়ের সম্পর্ক, বিয়ের ব্যাপারে অনেক কথাই বলেছেন তিনি।
মনু ভাকেরের বাবা রাম কিষান ভাকের গোটা ব্যাপারটা দেখে আর চুপ করে থাকততে পারলেন না। মেয়ের সম্পর্ক, বিয়ের ব্যাপারে অনেক কথাই বলেছেন তিনি।
advertisement
4/6
মনু ভাকেরের বাবা রাম কিষান ভাকের স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনই মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন না। কারণ মনুর বয়স এখন অনেক কম। আর নিজের কেরিয়ার নিয়ে মনু বেশ সিরিয়াস।
মনু ভাকেরের বাবা রাম কিষান ভাকের স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনই মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছেন না। কারণ মনুর বয়স এখন অনেক কম। আর নিজের কেরিয়ার নিয়ে মনু বেশ সিরিয়াস।
advertisement
5/6
ভাইরাল ভিডিয়োতে তাঁর স্ত্রী এবং নীরজ চোপড়াকে একসঙ্গে দেখা যায়। তার পর থেকেই জল্পনা ছড়ায়। ফলে শেষমেষ মুখ খুলতে বাধ্য হন মনুর বাবা।
ভাইরাল ভিডিয়োতে তাঁর স্ত্রী এবং নীরজ চোপড়াকে একসঙ্গে দেখা যায়। তার পর থেকেই জল্পনা ছড়ায়। ফলে শেষমেষ মুখ খুলতে বাধ্য হন মনুর বাবা।
advertisement
6/6
মনু ভাকের এবং নীরজ চোপড়া হরিয়ানার দুই বাসিন্দা। মনুর বাবা বলেছেন, আমার স্ত্রী নীরজকে নিজের ছেলের মতো স্নেহ করে।
মনু ভাকের এবং নীরজ চোপড়া হরিয়ানার দুই বাসিন্দা। মনুর বাবা বলেছেন, আমার স্ত্রী নীরজকে নিজের ছেলের মতো স্নেহ করে।
advertisement
advertisement
advertisement