টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করেছেন কোন ব্য়াটাররা, দেখে নিন তালিকা

Last Updated:
আগামি ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। তার আগে প্রতিযোগিতার ইতিহাসে নানা রেকর্ড নিয়ে জানার কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্য়ে। আজ আপনাদের জানাব টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি শূন্য় করেছেন কোন ব্য়াটসম্য়ানরা।
1/5
শাহিদ আফ্রিদি- টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করার নিরিখে একেবারে শীর্ষে রয়েছেন পাকিসতানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। টি-২০ বিশ্বকাপে মোট ৩৪টি ম্য়াচ খেলে ৫টি 'গোল্ডেন ডাক' করেছেন তিনি।
শাহিদ আফ্রিদি- টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করার নিরিখে একেবারে শীর্ষে রয়েছেন পাকিসতানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। টি-২০ বিশ্বকাপে মোট ৩৪টি ম্য়াচ খেলে ৫টি 'গোল্ডেন ডাক' করেছেন তিনি।
advertisement
2/5
তিলকরত্নে দিলশান- এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্য়াটার তিলকরত্নে দিলশান। টি-২০ বিশ্বকাপে মোট ৩৫ টি ম্য়াচ খেলেছেন তিনি। ৫টি শূন্য় রয়েছে দিলশানের ঝুলিতে। আফ্রিদির থেকে এক ম্য়াচ কম খেলায় দ্বিতীয় স্থানে তিনি।
তিলকরত্নে দিলশান- এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ব্য়াটার তিলকরত্নে দিলশান। টি-২০ বিশ্বকাপে মোট ৩৫ টি ম্য়াচ খেলেছেন তিনি। ৫টি শূন্য় রয়েছে দিলশানের ঝুলিতে। আফ্রিদির থেকে এক ম্য়াচ কম খেলায় দ্বিতীয় স্থানে তিনি।
advertisement
3/5
লেন্ডন সিমনস- টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লিন্ডন সিমনস। এখনও পর্যন্ত ১৪টি ম্য়াচ খেলে ৪টি শূন্য় করেছেন ক্য়ারিবিয়ান তারকা।
লেন্ডন সিমনস- টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লিন্ডন সিমনস। এখনও পর্যন্ত ১৪টি ম্য়াচ খেলে ৪টি শূন্য় করেছেন ক্য়ারিবিয়ান তারকা।
advertisement
4/5
সনথ জয়সূর্য- টি-২০ বিশ্বকাপের ৪টি শূন্য় করে চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন মারকাটারি কিংবদন্তী ওপেনার সনথ জয়সূর্য। ১৮ ম্য়াচ খেলেছিলেন জয়সূর্য। সেই কারণেই চতুর্থ স্থানে লঙ্কান ব্য়াটার।
সনথ জয়সূর্য- টি-২০ বিশ্বকাপের ৪টি শূন্য় করে চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন মারকাটারি কিংবদন্তী ওপেনার সনথ জয়সূর্য। ১৮ ম্য়াচ খেলেছিলেন জয়সূর্য। সেই কারণেই চতুর্থ স্থানে লঙ্কান ব্য়াটার।
advertisement
5/5
আন্দ্রে রাসেল- টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করার নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। সিমন ও জয়সূর্যের মত রাসেলও এখনও পর্যন্ত ৪টি শূন্য করেছেন। তবে ২০টি ম্য়াচ খেলায় পঞ্চম স্থানে তিনি।
আন্দ্রে রাসেল- টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি শূন্য় করার নিরিখে পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। সিমন ও জয়সূর্যের মত রাসেলও এখনও পর্যন্ত ৪টি শূন্য করেছেন। তবে ২০টি ম্য়াচ খেলায় পঞ্চম স্থানে তিনি।
advertisement
advertisement
advertisement